সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
ইউপি নির্বাচন : কমলনগরে স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাঙচুর

ইউপি নির্বাচন : কমলনগরে স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাঙচুর

ইউপি নির্বাচন : কমলনগরে স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাঙচুর

লক্ষ্মীপুরের কমলনগরে তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে। নৌকার প্রার্থীর লোকজন অফিস ভাঙচুর করেছে বলে রোববার (২৮ মার্চ) দুপুরে প্রার্থী ফয়সল আহম্মেদ রতন সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেছেন। এরআগে শনিবার (২৭ মার্চ) রাতে ইউনিয়নের ৪ ও ৭ নম্বর ওয়ার্ডে নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়।

ফয়সল আহম্মেদ রতন তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। এলাকায় তার বিপুল জনপ্রিয়তা রয়েছেন। এবারও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীকে নির্বাচনী প্রচরণা চালাচ্ছেন তিনি। অন্যান্য প্রার্থীর চেয়ে প্রচারণায় তিনি এগিয়ে আছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

অভিযোগ সূত্র জানায়, দুইবারের চেয়ারম্যান হিসেবে রতন এলাকায় অনেক উন্নয়ন করেছে। তিনি অত্যন্ত জনবান্ধব। আওয়ামী লীগসহ দলমত নির্বিশেষে তিনি জনগনের পাশে ছিলেন। এবার নৌকার বিপক্ষে তিনি চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার জনপ্রিয়তা দেখে নৌকার প্রার্থী মির্জা আশরাফুজ্জামান রাসেলের লোকজন রতনের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। প্রচরণায় বাঁধা সৃষ্টি করছে, এমন অভিযোগ স্থানীয়দের।

সবশেষ শনিবার রাতে ৪ ও ৭ নম্বর ওয়ার্ডে ঘোড়া প্রতীকের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেছে নৌকার প্রার্থীর লোকজন।

এ ব্যাপারে ফয়সাল আহম্মেদ রতন বলেন, প্রচার-প্রচারণায় জনগণ আমাকে সর্বোচ্চ সহযোগীতা করছেন। এতে নৌকার প্রার্থীর লোকজন ক্ষিপ্ত হয়ে উঠেছে। তারা রাতের অন্ধকারে আমার নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেছে। আমার বিরুদ্ধে ভূয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার চালানো হচ্ছে। তবে জনগণ আমার সাথে আছে। সুষ্ঠু নির্বাচন হলে আমি বিপুল ভোটে জয়ী হবো।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, নৌকা ও ঘোড়া প্রতীকের লোকজনের মধ্যে  চেয়ার ছোড়াছুঁড়ির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।

লক্ষ্মীপুরের রাজনীতি আরও সংবাদ

লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারফ, কাজ করবে আ’লীগ

কমলনগর ছাত্রলীগের ৯১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি

লক্ষ্মীপুরে কৃষকলীগের পরিচিতি সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের তিন ইউনিয়নে জিতেছে আ’লীগ প্রার্থী

বুধবার লক্ষ্মীপুরের তিন ইউনিয়নে ভোট; ২টিতে ইভিএম

লক্ষ্মীপুরের যুবলীগ নেতা জিকু এখন অবহেলিত

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com