সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রতিষ্ঠার ১৩ বছর পর রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজার

প্রতিষ্ঠার ১৩ বছর পর রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজার

প্রতিষ্ঠার ১৩ বছর পর রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজার

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতির অস্ত্রোপচারের সূচনা হয়েছে। ২০০৮ সালে হাসপাতালটি প্রতিষ্ঠার পর  সোমবার প্রথম এক প্রসূতির অস্ত্রোপচারের মাধ্যমে এক ছেলে শিশুর জম্ম হয়েছে। দীর্ঘদিন পর এ সেবাটি চালু হওয়ায় চিকিৎসক, নার্সসহ উপজেলাবাসীর মুখে হাসি ফুটেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার পৌর ৬নং ওয়ার্ডের সবুজগ্রাম এলাকার বাসিন্দা সুমন উদ্দিনের স্ত্রী হাসনা বেগম (২২) স্বাভাবিক প্রসবে জটিলতা দেখা দেয়। পরে সিজারের জন্য হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে ওই প্রসূতির অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছে।

প্রসূতির স্বামী সুমন উদ্দিন জানান, স্ত্রীর প্রসবে জটিলতার দেখা দেওয়ার কারণে বেসরকারি ক্লিনিকগুলো সিজারের কথা বলেছিল তাদের। কিন্তু আর্থিক সমস্যা থাকার ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয় তাকে। সকলের আন্তরিকতায় সবকিছু ভালভাবে সম্পন্ন হয়েছে। আমার স্ত্রী ও নবজাতক সুস্থ্য আছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামনাশিস মজুমদার জানান, সকলের সহযোগিতায় সফলভাবে এই প্রথম এ হাসপাতালে সিজার করা হয়েছে। এতে রোগীর আত্মীয়-স্বজন, চিকিৎসক, নার্স, এলাকাবাসীসহ সবাই খুব খুশি। হাতের নাগালে এমন সেবা চালু হওয়ায় খুশি উপজেলার উপকূলীয় অঞ্চলের মানুষগুলো।

জেলা সিভিল সার্জন ডাঃ মো.আব্দুল গফ্ফার বলেন, প্রশিক্ষিত চিকিৎসক-নার্সের মাধ্যমে সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনা খরচে সিজারের সেবাটি পেয়ে ওই প্রসূতির পরিবার খুব খুশি। খুশি আমরাও এমন সেবাটি চালু করতে পেরে।

স্বাস্থ্য আরও সংবাদ

রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন দুই সংযোজন

রামগতিতে ক্ষুদে ডাক্তার কার্যক্রমের উদ্বোধন

রায়পুরের সেই ডাক্তারের লাখ টাকা জরিমানা, চেম্বার সিলগালা

রামগতিতে পোলট্রি খামারের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকার মানুষ

উপকূলেও ছড়িয়ে পড়ছে ডেঙ্গু, জনবল সঙ্কটে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্স

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন 

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com