"> Lakshmipur24.com || লক্ষ্মীপুরে ‘ক্যাডেট কোচিং’ এর যাত্রা
সব কিছু
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২৮শে জানুয়ারি, ২০২০ ইং , ১৪ই মাঘ, ১৪২৬ বঙ্গাব্দ , ৩রা জমাদিউস-সানি, ১৪৪১ হিজরী

লক্ষ্মীপুরে ‘ক্যাডেট কোচিং’ এর যাত্রা

লক্ষ্মীপুরে ‘ক্যাডেট কোচিং’ এর যাত্রা

সামরিক বাহিনী কর্তৃক পরিচালিত বিশেষ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ক্যাডেট কলেজে পড়তে আগ্রহী লক্ষ্মীপুরের শিক্ষার্থীদের জন্য সুখবর। এখন ক্যাডেট কলেজে ভর্তির সুযোগ পেতে কোচিংয়ের জন্য ঢাকা, কুমিল্লা ও চট্টগ্রাম সহ অন্যান্য শহরে ছোটাছুটির প্রয়োজন নেই।

আগ্রহী শিক্ষার্থীদের ক্যাডেট কলেজে ভর্তির সুযোগ পাওয়ার উপযোগী করে গড়ে তুলতে লক্ষ্মীপুরে কার্যক্রম শুরু করেছে ‘অগ্রণী ক্যাডেট একাডেমী’ নামে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান।  এটাই লক্ষ্মীপুরের প্রথম কোনো ক্যাডেট কোচিং সেন্টার।

বুধবার (২৭ নভেম্বর) বিকালে ফায়ারফ্লাই ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে অগ্রণী ক্যাডেট একাডেমির কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট ক্যাডেট কলেজের প্রাক্তণ অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্ণেল মো. রুহুল আমীন (অবসরপ্রাপ্ত)। তিনি লক্ষ্মীপুরের কৃতি সন্তান ও অগ্রণী ক্যাডেট একাডেমির প্রধান সমন্বয়কারী।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মো. রুহুল আমীন বলেন, ‘একটি ছেলে বা মেয়ে ক্যাডেট কলেজে পড়ালেখা করে শুধু ভালো রেজাল্টই করে না, বরং একজন সুস্বাস্থ্যবান, চৌকষ, স্মার্ট ও অল রাউন্ডার হিসেবে গড়ে ওঠে। এই শিক্ষার্থীরাই পরবর্তীতে সামরিক বাহিনীতে যোগ্য কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করতে পারে। এজন্যই ক্যাডেট কলেজ গুলোতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রতিযোগিতা করে টিকতে হয়। যার ফলে সন্তানকে ক্যাডেট কলেজের জন্য প্রস্তুত করতে অভিভাবকদেরও বেগ পেতে হয়।

তিনি আরও বলেন, আমরা লক্ষ্মীপুরের আগ্রহী শিক্ষার্থীদের ক্যাডেট কলেজের জন্য প্রস্তুত করতে চাই। মূলত আমাদের শিক্ষার্থী ও অভিভাবকদের কথা চিন্তা করেই এই উদ্যোগ নেয়া হয়েছে।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চৌমুহনী এস এ কলেজের প্রাক্তণ অধ্যক্ষ প্রফেসর জেড এম ফারুকী, সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, খিলবাইছা জিএফ ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হোসেন, রসুলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদ আবু আবদুল্লাহ, লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুল মতিন, মান্দারী মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহানা ইয়াসমিন প্রমুখ।

জানা গেছে, জেলা শহরের স্বনামধন্য ইংলিশ মিডিয়াম স্কুল- ফায়ারফ্লাই ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক নাসির উদ্দীন অগ্রণী ক্যাডেট একাডেমির উদ্যোক্তা।

সদর আরও সংবাদ

লক্ষ্মীপুরে কৃষি ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে সুপারি গাছ কাটতে বাধা দেওয়ায় চাচীকে কোপালেন ভাতিজা

দালাল বাজার তারুণ্য সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

লক্ষ্মীপুরে দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া

প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে লক্ষ্মীপুরে আনন্দ র‌্যালী

লক্ষ্মীপুরে ‘মিথ্যা-অপ্রচার’ এনে প্রবাসীকে পিটিয়ে জখম

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: লক্ষ্মীপুরটোয়েন্টিফোর (২০১২-২০২০)
সম্পাদক ও প্রকাশক: সানা উল্লাহ সানু, উপদেষ্টা সম্পাদক: রফিকূল ইসলাম মন্টু
রতন প্লাজা(৩য় তলা), চক বাজার, লক্ষ্মীপুর-৩৭০০ |
ফোন: ০১৭৯৪-৮২২২২২ | ইমেইল: [email protected]