সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
মুক্তি পেয়েছে লক্ষ্মীপুর জেলার থীম সং, ‘‘সে জন বাহাদুর’’ (গানের ভিডিওসহ)

মুক্তি পেয়েছে লক্ষ্মীপুর জেলার থীম সং, ‘‘সে জন বাহাদুর’’ (গানের ভিডিওসহ)

মুক্তি পেয়েছে লক্ষ্মীপুর জেলার থীম সং, ‘‘সে জন বাহাদুর’’ (গানের ভিডিওসহ)

অবশেষে মুক্তি পেয়েছে লক্ষ্মীপুর জেলার থীম সং ‘‘সে জন বাহাদুর’’। মঙ্গলবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় এ গানের প্রযোজনা প্রতিষ্ঠান ও লক্ষ্মীপুরের স্থানীয় অনলাইন নিউজপোর্টাল লক্ষ্মীপুরটোয়েন্টিফোর এর ওয়েব সাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজে গানটির শুভমুক্তি দেয়া হয়েছে। একই সাথে গ্রামীণফোন, বাংলালিংক, রবি, টেলিটক মোবাইলের ওয়েলকাম টিউনও উন্মুক্ত করা হয়েছে।

এ গানটি মাধ্যমে লক্ষ্মীপুর জেলায় জন্ম গ্রহনকারী সকল নাগরিককে বাহাদুর নামে অভিহিত করা হয়েছে। অন্যদিকে এ গানে লক্ষ্মীপুর জেলাকে একেবারেই স্বতন্ত্র জেলা হিসেবে সারা বিশ্বে পরিচয় করিয়ে দেয়া হয়েছে।

ইউটিউবে দেখতে এখানে ক্লিক করুন। https://youtu.be/c7oeXiyrpbg

ফেসবুক থেকে দেখতে এখানে ক্লিক করুন।

—————–To Set Caller Tune———–
Grameenphone Welcome Tune : Type : WT (space) 10166801 Send to 24000.
Robi GoonGoon : Type : GET (space) 10166801 Send to 28466.
Airtel Caller Tune : Type : CT (space) 10166801 Send to 23123.
Teletalk TeleTune : Type : Tone (space) 10166801 Send to 5000.
Banglalink Amar Tune : Type : down (space) XXXXXXX Send to 22222

গানটির কথা লিখেছেন, লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সম্পাদক ও ইংরেজি দৈনিক দ্যা বিজনেস স্ট্যার্ন্ডাড এর লক্ষ্মীপুর প্রতিনিধি সানা উল্লাহ সানু। সুর করেছেন, বাংলাদেশে টেলিভিশনের ভিডিও সম্পাদক ও বিনোদন সাংবাদিক আলা উদ্দিন সাজু এবং সঙ্গীত পরিচালনা করেছেন অধ্যাপক সাহাবউদ্দিন মজুমদার।

কন্ঠ দিয়েছে লক্ষ্মীপুরের কৃতি শিল্পী নুসরাত ইয়াসমিন সুমাইয়া ও সাজু। গানটির নৃত্য পরিচালনা করেছেন, লতিকা নৃত্যালয়ের পরিচালক শুভ দাস। শুভ দাস এর কোরিওগ্রাফিতে ৬০ জন নৃত্যশিল্পী অংশ নিয়েছ এ গানে। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন আলাউদ্দিন সাজু এবং পরিচালনা সমন্বয়কারী ছিলেন হাইফাই সাংস্কৃতিক সংসদের সভাপতি রিয়াজুল করিম জাকির।

অন্যদিকে জেলার পাঁচ উপজেলার বিভিন্ন দর্শনীয় স্থানে এ গানের ভিডিও চিত্র ধারণ করা হয়েছে। এ গানের কথা ও সুরের মডেল চিত্রায়নে অংশ নিয়েছে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন শ্রেনী পেশার প্রায় পাঁচশতাধিক মানুষ।

এ গানের মাধ্যমে লক্ষ্মীপুর জেলার পুরো পরিচিতি তুলে ধরা হয়েছে, যাতে জেলার সীমানা, বিখ্যাত পণ্য, গুণী ব্যক্তি, ইতিহাস, ঐতিহ্য, দর্শনীয় স্থান এবং প্রধান সমস্যার কথা গানে স্থান পেয়েছে।

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর সূত্রে জানা যায়, গানের মাধ্যমে দেশ বিদেশে লক্ষ্মীপুরের পরিচিতি তুলে ধরার লক্ষ্যে “সে জন বাহাদুর” শিরোনামের গানটির ভিডিও চিত্র নির্মাণের শুভ মহরত অনুষ্ঠিত গত ১৫অক্টোবর লক্ষ্মীপুর জেলা পরিষদ মিলনায়তনে। ২৮ অক্টোবর ঐতিহ্যবাহী দালাল বাজার জমিদার বাড়িতে থেকে এর শুটিং শুরু হয়। গানের শুটিংয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ক্যামরা ও কারিগরি টিম অংশ নেয়।

অসাধারণ কথা, প্রাণছোঁয়া সুর আর বিমোহিত দৃশ্যে এ গানটি জেলাবাসীসহ পুরো দেশবাসীর হৃদয়ে দোলা দিবে বলে আশা করছে প্রযোজনা প্রতিষ্ঠান লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সম্পাদক সানা উল্লাহ সানু।

সাহিত্য | সংস্কৃতি আরও সংবাদ

রায়পুর সোসাইটি ইউ কে” এর উদ্যোগে “পিঠা উৎসব ও বর্ষবরণ অনুষ্ঠান

মঞ্চের শতাধিক শিল্পী নিয়ে আলাউদ্দিন সাজু’র নাটক “অন্যরকম খুশি” 

রামগতিতে নীল পোষাকে পাটোয়ারী বংশের ঈদ পুনর্মিলনীতে বংশ রক্ষার প্রত্যয়

বিজয়ের কবিতাগুচ্ছ ‘আমাদের নতুন ভোর’

লক্ষ্মীপুরে ১৩ শিল্পী পেলেন সম্মাননা

শোকাবহ আগষ্টের কাব্যগাঁথা “মুজিব চিরঞ্জীব”

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com