সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
রায়পুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা আহত-১০

রায়পুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা আহত-১০

রায়পুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা আহত-১০

লক্ষ্মীপুরের রায়পুরে তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে কার্যালয় ভাংচুরসহ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর নৌকা চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এসময় আরো প্রায় ১০ কর্মী আহত হয়েছে। আহত প্রার্থী রাতেই হামলার ঘটনাটি সংশ্লিষ্ট রির্টানিং কর্মকর্তা, ইউএনও, এসিল্যান্ড, ওসিকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এছাড়াও কেরোয়া ইউপিতে একইদিন পৃথকস্থানে নৌকার পক্ষের কর্মীরা ইসলামী আন্দোলনের (হাতপাখা) ও সোনাপুর ইউপিতে জাপার (লাঙ্গল) প্রার্থীর কর্মীদের উপর হামলা হয় বলে অভিযোগ। শনিবার (১৩ নভেম্বর) বিকালে উপজেলার কেরোয়া ইউপির মীরগঞ্জ সড়কের পুর্ব কেরোয়া গ্রামের মানছন পাটোয়ারী বাড়ির সামনে বঙ্গবন্ধু পাঠাগারের নির্বাচনী অফিসে এসব অভিযোগ করেন। আ.লীগের বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. বাবুল পাটোয়ারী।

তিনি স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করে বলেন, দুপুরে লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত দুই স্কুল ছাত্রীর রায়পুরের লুধুয়া গ্রামে জানাজা শেষে ওয়াজ উদ্দিনের পুলের সামনের মসজিদে আসরের নামাজ শেষ করে গনসংযোগ করছিলেন। সন্ধ্যায় তার কাছে সংবাদ আসে নির্বাচনী কার্যালয়ে সন্ত্রাসী হামলা করে নৌকার সমর্থকেরা। তখন ঘটনাস্থলে পৌঁছলে তার উপর মোটরসাইকেল তুলে দিয়ে আহত করে। এসময় তার ৫/৬ জন কর্মীকেও মারধর করা হয়।

পরে তিনিসহ আহতরা রায়পুর সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আরো আহত ৪ জন হাসপাতাল ভর্তি রয়েছেন। তিনি জানান, হামলার নির্দেশকারী অপর চেয়ারম্যান প্রার্থী শাহিনুর বেগম রেখা ও তার দলবল। আহত স্বতন্ত্র প্রার্থী বাবুল বলেন, আমি ছোট বেলা থেকেই আওয়ামীলীগের সাথে জড়িত। বর্তমানে ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য। নির্বাচনকে কেন্দ্র করে হামলা হবে, প্রাণ নাশের হুমকি দিবে এটা কোন ভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি আরও বলেন, নির্বাচনে অর্থ দিয়ে নৌকা নিয়ে আসা চেয়ারম্যান প্রার্থী তার পরাজয় নিশ্চিত বুঝতে পেরে আমাকে নির্বাচন থেকে সরিয়ে দিতে চাইছেন। আর এ কারণে তিনি আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। বর্তমানে নৌকার চেয়ারম্যান প্রার্থীর সন্ত্রাসীদের ভয়ে তিনি এবং তার পরিবার নিরাপত্তারহীনতার মধ্যে রয়েছেন।

তাই এক সময়ের আতঙ্কের জনপদ রায়পুর উপজেলা এই ইউনিয়নের নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি বৃদ্ধির পাশাপাশি নির্বাচন কর্মকর্তার সুদৃষ্টি প্রত্যাশা করনে। এ হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে এসে নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তিনি। রায়পুর কেরোয়া ইউনিয়নের রির্টানিং কর্মকর্তা ও শিক্ষা অফিসার মোঃ মোস্তাক আহম্মদ বলেন,আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বাবুল পাটোয়ারীর লিখিত অভিযোগ গ্রহন করে ওসিকে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে।

অপরাধ | আইন আরও সংবাদ

রায়পুরে কলেজছাত্রকে অপহৃরনের ঘটনায় দু’জন আটক

মেঘনায় ৩০ জেলের জরিমানা

মেঘনা নদীতে পৃথক দুটি ডাকাতি মামলার আসামী মঞ্জু গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতাল কর্মীর বিরুদ্ধে রোগীকে মারধরের অভিযোগ

লক্ষ্মীপুরে বিদ্যালয় ক্যাম্পাস থেকে চুরি হওয়া শিশু ওহিকে পাওয়া গেছে সড়কের পাশে

রামগতিতে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ৩ ইটভাটা

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com