সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
চন্দ্রগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি গঠিত

চন্দ্রগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি গঠিত

চন্দ্রগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি গঠিত

আলী হোসেন, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা কমিউনিটি পুলিশিংয়ের ২৬ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন মাষ্টার কাজী মোস্তফা কাজল ও সাধারণ সম্পাদক হয়েছেন সমীর কর্মকার। এছাড়া সহ-সভাপতি পদে আইনুল আহমেদ তানভীর, রমিজ উদ্দিন ও বাকী বিল্লাহ এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ ফারুক আজম ও ডাঃ শহীদ উল্যাহ স্বপনকে মনোনীত করা হয়েছে। গত ২৪ নভেম্বর বুধবার জেলা পুলিশ সুপার (এসপি) শাহ্ মিজান শাফিউর রহমান উক্ত কমিটি অনুমোদন করেন।

এদিকে  শনিবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক (পিপিএম-বিপিএম) এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম (বিপিএম) লক্ষ্মীপুর আগমন উপলক্ষ্যে তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চন্দ্রগঞ্জ থানা কমিউনিটি পুলিশিংয়ের নবগঠিত সমন্বয় কমিটির সভাপতি মাষ্টার কাজী মোস্তফা কাজল ও সাধারণ সম্পাদক সমীর কর্মকার।

রায়পুর কমিউনিটি পুলিশিং এর আহবায়ক বাক্কি বিল্লাহ জানান, বাংলাদেশের কমিউনিটি পুলিশিং এর রূপকার হলেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল একেএম শহীদুল হক । দীর্ঘদিন পর আগামী ২৮ নভেম্বর শনিবার জেলা পুলিশের উদ্যেগে ষ্টেডিয়ামে কমিটি পুলিশিং এর সমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং ২৯ নভেম্বর রোববার রামগঞ্জ উপজেলা মোহাম্মদিয়া বাজার পুশিল তদন্ত কেন্দ্রের নবনির্মিত ভবন উদ্ভোধন ও ঢাকার আনোয়ার হোসেন খান মেডিকেল কলেজ ও মর্ডান হাসপাতারের উদ্যেগে এক হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হবে।

অনুষ্ঠানে পুলিশের আইজি ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি উপস্থিত থাকবেন। এ উপলক্ষ্যে লক্ষ্মীপুর সদর, রায়পুর ও রামগঞ্জে প্রায় ১৫টি তোরণ, পেষ্টুন ও ব্যানার লাগানো সহ সকল প্রস্তুতি চলছে। এতে প্রধান অতিথি হিসেবে আইজি ও বিশেষ অতিথি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ সফিকুল ইসলাম বিপিএম সহ সদর সহ চার উপজেলার সাংসদ, জেলা আ’লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সম্পাদক এড. নয়ন চৌধুরী, কমিউনিটি পুলিশিং এর আহবায়ক সৈয়দ জিয়াউল হুদা আফলু, যুগ্ম আহাবয়ক জাকির হোসেন ভূঁইয়া আজাদ সহ পাঁচ উপজেলার আ’লীগ নেতাকর্মীসহ প্রায় ২০ হাজার কমিউনিটি পুলিশিং এর সদস্যগন উপস্থিত থাকবেন। এছাড়াও প্রধান অতিথি সকল সাংবাদিকদের সাথে মত বিনিময় করবেন।

লক্ষ্মীপুর পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বলেন, আগামী ২৮ ও ২৯ নভেম্বরের কমিউনিটি পুলিশিং এর সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুলিশ তদন্ত কেন্দ্রের ভবন উদ্ভোধন উপলক্ষ্যে জেলার পুলিশের পক্ষ থেকে কর্মসূচি প্রায় সম্পূর্ন করা হয়েছে। সবাইকে অনুষ্ঠানে আসার জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

সাংবাদিক জিয়া চৌধুরীর বাবা মাহাবুবের রহমান আর বেঁচে নেই

রামগতিতে আদালতের স্থিতাবস্থা মানছেন না অবৈধ ইটভাটার মালিকপক্ষ

গরমের শুরুতে রামগতিতে ভয়াবহ লোডশেডিং, ভোগান্তিতে উপকূলের গ্রাহক

রামগতিতে ভয়াবহ অগ্নিকান্ডে ৮ পরিবারের বসতঘর পুড়ে ছাই

কমলনগরে চার্টার্ড লাইফের মৃত্যু বীমা দাবি চেক হস্তান্তর

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com