সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
রায়পুর সরকারি কলেজে অনার্স চালুর দাবি

রায়পুর সরকারি কলেজে অনার্স চালুর দাবি

0
Share

রায়পুর সরকারি কলেজে অনার্স চালুর দাবি

মো. কামরুল হাসান খাঁন:: রায়পুর উপজেলা সদর হতে ১ কি:মি: দূরে রায়পুর-পানপাড়া সড়কের পাশে নাগরিক কোলাহলমুক্ত প্রকৃতির অনাবিল সবুজ-ছায়াঘেরা এক শান্ত ও রম্য  পরিবেশে রায়ুপর কলেজের অবস্থান। রায়পুরেরজমিদারদের (মিয়া বাড়ীর বংশধর) দানকৃত প্রায় ১৪ (চেৌদ্দ) একর ভূমিকে ঘিরে গড়ে উঠেছে একাডেমিক, প্রশাসনিক ভবন ও সুবিশাল খেলার মাঠ। মেঘনা বিধৌত রায়পুর উপজেলা ও পার্শ্ববর্তী অঞ্চলের সাধারন মানুষের উচ্চ শিক্ষা লাভের পথ সুগম করার উদ্দেশ্যে ১৯৭০ সালে রায়পুর  কলেজ প্রতিষ্ঠা হয়। ১৯৮৭ সালে কলেজটি জাতীয়করণ করা হয়।

raipurgovco

কলেজে বর্তমানে  প্রায় ২ হাজার  শিক্ষার্থী অধ্যয়নরত। সাম্প্রতিক বছরগুলোতে নানা কারণে এই কলেজের ফলাফলে অবনতি ঘটলেও এ কলেজের পূর্বের ইতিহাস উজ্জ্বল। প্রতিবছর এখান থেকে এইচএসসি শেষ করে প্রায় দেড় সহস্রাধীক ছাত্রছাত্রী সম্মান শ্রেণিতে ভর্তি হতে লক্ষ্মীপুর কিংবা চাঁদপুরসহ দেশের বিভিন্ন প্রান্তে পাড়ি জমায়।

শুধু রায়পুর সরকারি কলেজেই না, রায়পুরে রয়েছে মহিলা কলেজ, রুস্তম আলী ডিগ্রি কলেজ, হায়দরগঞ্জ মডেল কলেজ,  প্রিন্সিপাল কাজী ফারকী স্কুল এন্ড কলেজ।এই কলেজগুলোর কোনটিতেই সম্মান শ্রেণি চালু নেই।রায়পুরের এ সব কলেজ থেকে প্রতি বছর আরো ৩ হাজার  শিক্ষার্থী পাশ করে উচ্চ শিক্ষার জন্য পাড়ি দেয়।

যাদের আর্থিক অবস্থা ভালো তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়,বাকিরা লক্ষ্মীপুর সরকারি কলেজ কিংবা চাঁদপুর সরকারি কলেজে ভর্তি হতে জড়ো হয়। অধিকাংশ ছাত্রছাত্রীই সীমিত আসনের জন্য ভর্তি হতে পারেনা। আবার অনেকে তার পছন্দের সাবজেক্ট পায় না। এভাবেই বহু ছাত্রের উচ্চ শিক্ষার দ্বার রুদ্ধ হয়ে পড়ে।

অবহেলার এ দায়ভার কেউ নেয় না। উচ্চ শিক্ষার সুযোগ না থাকায় এই ঝরেপড়া যুব সমাজের মেয়েদের বসতে হয় বিয়ের পিড়িতে আর ছেলেদের পাড়ি জমাতে হয় প্রবাসে। যাদের প্রবাসে যাওয়ার সুযোগ হয় না তারা হতাশায় ভোগে। খুব সহজেই ধরে ফেলে মাদক।

রায়পুরের প্রানকেন্দ্রে অবস্থিত রায়পুর সরকারি কলেজে রয়েছে যোগ্য শিক্ষকদের সমাগম। রয়েছে শিক্ষার দারুন পরিবেশ রয়েছে হাজার হাজার ছাত্র। কিন্তু অভাব একটাই কোন কলেজেই সম্মান শ্রেনি চালু নেই। অথচ সুন্দর পরিবেশ আর সম্ভাবনার হাত বাড়িয়ে আছে রায়পুর সরকারি কলেজটি।এখানে সম্মান শ্রেণি চালু হলে রায়পুর আরেক দাপ এগিয়ে যেতে পারে। রায়পুরের সম্ভাবনাকে হাতে তুলে আনতেও দেরি হবেনা। তাই রায়পুরের সকল শ্রেনী পেশার মানুষের প্রাণের দাবী একটাই, রায়পুর সরকারি কলেজে অনার্স চাই। আজকের এ লেখা দিয়েই আন্দোলন শুরু।

লেখক: মো. কামরুল হাসান খাঁন, সভাপতি, রায়পুর উপজেলা ছাত্রকল্যাণ সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়

 

শিক্ষাদীক্ষা আরও সংবাদ

লক্ষ্মীপুরের রসুলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী

কমলনগরে ২০০৪ এসএসসি ব্যাচের মিলনমেলা ও ইফতার

রামগতিতে শিক্ষার্থীদের মাঝে কোডেকের স্কুল ব্যাগ বিতরণ

সোহরাওয়ার্দী কলেজে লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের কমিটি গঠন

কুমিল্লা বোর্ড থেকে পাঠদানের অনুমতিসহ ইন নাম্বার পেলো তোরাবগঞ্জ কলেজ

লক্ষ্মীপুরে এক বছর মেয়াদী চারুকলা ও আইসিটি কোর্স চালু করলো আইডিয়াল প্রফেশনাল

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com