সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
ভোটার তালিকা হালনাগাদ: লক্ষ্মীপুরে নারীর তুলনায় পুরুষ ভোটার বেড়েছে

ভোটার তালিকা হালনাগাদ: লক্ষ্মীপুরে নারীর তুলনায় পুরুষ ভোটার বেড়েছে

ভোটার তালিকা হালনাগাদ: লক্ষ্মীপুরে  নারীর তুলনায় পুরুষ ভোটার বেড়েছে

রবিউল ইসলাম খাঁন: গত বছরের ভোটার তালিকা অনুযায়ী লক্ষ্মীপুরে নারী ভোটারের সংখ্যা কিছুটা কমেছে। তবে বেড়েছে পুরুষ ভোটারের সংখ্যা। এখানে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটার সংখ্যা কম রয়েছে ৭ হাজার ৩শ ৩৩ জন। যদিও ২০১৩ সালের তালিকা অনুযায়ী নারী ভোটার সংখ্যা পুরুষের তুলনায় বেশি ছিল

১০ হাজার ৬৭৯ জন। যা মোট ভোটারের মধ্যে ৫০.৫ শতাংশ ছিল নারী আর বাকী ৪৯.৫ শতাংশ ছিল পুরুষ ভোটার। অবশ্য জেলা নির্বাচন কর্মকর্তারা বলছেন, প্রবাস জীবনযাপন, ২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলে মামলা জনিত সমস্যা, চাকরির কারণে নতুন স্থানে ভোটার হওয়ায় আগের তুলনায় পুরুষ ভোটারের সংখ্যা কিছুটা বেড়েছে।

অন্যদিকে, নির্বাচন কমিশন কর্তৃক মনোনিত তথ্য সংগ্রহকারীরা নারী ভোটারদের তথ্য সংগ্রহ করলেও কিছু কিছু নারী ভোটার স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে ছবি না তোলায় ও বিয়ের কারণে কিছুটা কমেছে নারী ভোটারের সংখ্যা।

অনুসন্ধানে জানা যায়, ২০০৮ সালের ভোটার তালিকা অনুযায়ী এ জেলায় মোট ভোটার সংখ্যা ছিল নয় লাখ তিন হাজার ৮০১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছিল চার লখ ২৩ হাজার ৬৫৭ জন। নারী ভোটার ছিল চার লাখ ৮০ হাজার ১৪৪ জন। যা মোট ভোটারের ৪৭ শতাংশ ছিল পুরুষ আর ৫৩ শতাংশ ছিল নারী।

এর মধ্যে লক্ষ্মীপুর সদর উপজেলায় পুরুষ ভোটার ছিল এক লাখ ৬৮হাজার ৯শ ৩২ জন, নারী ভোটার ছিল এক লাখ ৯৩ হাজার ৫শ ৮৫ জন।
রায়পুর উপজেলায় পুরুষ ভোটারের সংখ্যা ছিল ৬৯ হাজার ৭শ৮৬ জন। এর বিপরীতে নারী ভোটারের সংখ্যা ছিল ৭৮ হাজার ৮শ ৮ জন। রামগঞ্জ উপজেলায় পুরুষ ভোটারের সংখ্যা ছিল ৭৩ হাজার ৯শ ৫৪ জন আর নারী ভোটার সংখ্যা ছিল ৮৭ হাজার ৮শ ৫৭ জন।অন্যদিকে, রামগতি উপজেলায় পুরুষ ভোটারের সংখ্যা ছিল ৫৯ হাজার ৭শ ৪৩ জন আর নারী ভোটার ছিল ৬৪ হাজার ৪শ ৩৬ জন। কমলনগর উপজেলায় পুরুষ ভোটার ছিল ৫১ হাজার ২৪২ জন, আর নারী ভোটার ছিল ৫৫ হাজার ৪৫৭ জন।

২০১৩ সালে নতুন তালিকা অনুযায়ী লক্ষ্মীপুর জেলায় মোট ভোটার ছিল ১০ লাখ ৫১ হাজার ৫শ ৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছিল পাঁচ লাখ ২০ হাজার ৪শ ৫২ জন। আর নারী ভোটার ছিল পাঁচ লাখ ৩১ হাজার ১শ ৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি ছিল ১০ হাজার ৬শ ৭৯ জন। যা মোট ভোটারের ৪৯.৫ শতাংশ ছিল পুরুষ এবং ৫০.৫ শতাংশ ছিল নারী।

পরিসংখ্যানে দেখা যায়, ২০০৮ ও ২০১৩ সালের ভোটার তালিকা অনুযায়ী নারী ভোটারের সংখ্যা কমেছে শতকরা আড়াই শতাংশ।

অন্যদিকে, ২০১৪ সালের ভোটার তালিকা অনুযায়ী এ জেলায় মোট ভোটার রয়েছে ১১ লাখ ছয় হাজার ৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে পাঁচ লাখ ৫৬ হাজার ৭১৫ জন। নারী ভোটার রয়েছে পাঁচ লাখ ৪৯ হাজার ৩৮২ জন। যা মোট ভোটারের ৫০.৩৩ শতাংশ রয়েছে পুরুষ আর ৪৯.৬৭ শতাংশ রয়েছে নারী।

২০১৪ সালের তালিকায় লক্ষ্মীপুর সদর উপজেলায় নতুন পুরুষ ভোটার হয়েছে ১৪ হাজার ৫৮ জন। এর বিপরীতে নতুন নারী ভোটার হয়েছে ছয় হাজার ৭৬৩ জন। রায়পুর উপজেলায় নতুন পুরুষ ভোটার হয়েছে ছয় হাজার ২২১ জন। আর নারী ভোটার হয়েছে তিন হাজার ২৪৭ জন। রামগঞ্জ উপজেলায় নতুন পুরুষ ভোটার ছয় হাজার ৪৯৬ জন। আর নারী ভোটার দুই হাজার ৯৯৯ জন।

অন্যদিকে রামগতি উপজেলায় নতুন পুরুষ ভোটার হয়েছে চার হাজার ৪৭২ জন। নারী ভোটার হয়েছে দুই হাজার ৪২৭ জন। কমলনগর উপজেলায় নতুন পুরুষ ভোটার হয়েছে পাঁচ হাজার ১৬ জন। আর নতুন নারী ভোটার হয়েছে দুই হাজার ৮১৫ জন।

নারী ভোটার সংখ্যা কমে যাওয়ার বিষয়ে জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা সোহেল সামাদ জানান, নারীদের জন্ম নিবন্ধন সনদ সংক্রান্ত সমস্যা ও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ছবি তুলতে না আসায় নারী ভোটারের সংখ্যা কিছুটা কমেছে। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে মামলাজনিত কারণে অনেক পুরুষ ভোটার হতে না পারায় এবং অনেক পুরুষ প্রবাস জীবনযাপন করায় ওই সময়ে তারা ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হতে পারেনি। বর্তমানে হালনাগাদ ভোটার তালিকায় ওইসব ভোটার অন্তর্ভূক্ত হওয়ায় পুরুষ ভোটারের সংখ্যা কিছুটা বেড়েছে বলেও জানান তিনি।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে এনসিটিএফ এর বার্ষিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

এ জনপদের উন্নয়নে কারিগরি শিক্ষার প্রসার ঘটানো হবে: চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে এমএ সাত্তার

লক্ষ্মীপুরে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ১০ বছর উৎযাপন

চর রমনী মোহনের ১ নং ওয়ার্ডের মেম্বার পদে দেড় বছর পর আদালতে ভোট গণনা

রামগতিতে অবাধে গলদা চিংড়ির রেণু শিকার চলছেই !

লক্ষ্মীপুরে তালের চারা পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com