সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মালামাল লুট

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মালামাল লুট

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মালামাল লুট

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক প্রবাসীর বাড়ির দরজা ভেঙে স্বর্ণালঙ্কারসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়ার অভিযোগ উঠেছে। সদর উপজেলার জয়পুর গ্রামের মোজাম্মেল হোসেনের বাড়িতে সোমবার রাতে এ ঘটনা ঘটে। প্রবাসী মোজাম্মেল হোসেন একই গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। এলাকাবাসী জানায়, উপজেলার চৌপল্লী কে ডি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী জান্নাতুল মাওয়াকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করে আসছিল মনোহরপুর গ্রামের মাসুদ, আজম, রাকিব ও তারেক। সম্প্রতি মাসুদ ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দিলে প্রবাসীর পরিবার তা প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত হয়ে বখাটেরা ওই ছাত্রীর নামে অশ্লীল কথা লিখে এলাকায় লিফলেট বিলি করে।

বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানালে ক্ষিপ্ত হয় উত্ত্যক্তকারীরা। একপর্যায়ে তারা ওই স্কুলছাত্রী ও তার ভাইকে অপহরণের হুমকি দেয়। এরপর তারা নানার বাড়িতে আশ্রয় নেয়। এরই জের ধরে সোমবার রাতের কোনো এক সময় বখাটেরা প্রবাসীর বাড়ির গেট ভেঙে স্বর্ণালঙ্কার ও মালামাল লুট করে নিয়ে যায়। প্রবাসীর স্ত্রী রাবেয়া খাতুন রিনা জানান, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তার ছেলে-মেয়েকে অপহরণের হুমকি দেয় মাসুদসহ এলাকার কয়েকজন বখাটে। তাদের ভয়ে তিনি বাবার বাড়িতে আশ্রয় নেন। এ সুযোগে তারা বাড়িরে গেট ভেঙে ৯ ভরি স্বর্ণালঙ্কারসহ পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। উত্তর জয়পুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য ফখরুল ইসলাম তপন জানান, স্কুলে যাওয়া আসার পথে মোজাম্মেলের মেয়েকে কয়েকজন বখাটে দীর্ঘদিন থেকে উত্ত্যক্ত করে আসছিল। একপর্যায়ে তারা ১৫-২০ দিন আগে বিয়ের প্রস্তাব দিলে প্রবাসীর পরিবার তা প্রত্যাখ্যান করে। এ সময় ঘরের দরজা ভেঙে মালামাল লুট করা হয়। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মালামাল লুটের ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি।

এ ব্যাপারে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

অপরাধ | আইন আরও সংবাদ

রায়পুরে কলেজছাত্রকে অপহৃরনের ঘটনায় দু’জন আটক

মেঘনায় ৩০ জেলের জরিমানা

মেঘনা নদীতে পৃথক দুটি ডাকাতি মামলার আসামী মঞ্জু গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতাল কর্মীর বিরুদ্ধে রোগীকে মারধরের অভিযোগ

লক্ষ্মীপুরে বিদ্যালয় ক্যাম্পাস থেকে চুরি হওয়া শিশু ওহিকে পাওয়া গেছে সড়কের পাশে

রামগতিতে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ৩ ইটভাটা

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com