সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শত বছরের মধ্যে মেঘনার ভয়াবহ ভাঙ্গন; দিশেহারা লক্ষ্মীপুরের কমলনগরবাসী

শত বছরের মধ্যে মেঘনার ভয়াবহ ভাঙ্গন; দিশেহারা লক্ষ্মীপুরের কমলনগরবাসী

0
Share

শত বছরের মধ্যে মেঘনার ভয়াবহ ভাঙ্গন; দিশেহারা লক্ষ্মীপুরের কমলনগরবাসী

কমলনগরে কেয়ামত মেঘনার ভয়াবহ ভাঙ্গনে যেন কেয়ামতে প্রতিচ্ছবি দেখছে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনাপাড়ের বাসিন্দারা। শুধু বৃহস্পতিবারের(২৬ সেপ্টেম্বর) ভাঙ্গনেই বিলীন হয়ে গেছে চর ফলকন ইউনিয়নের শত বছরের জামে মসজিদসহ বেশ কয়েক একর জমি।

ভাঙ্গনের এত ভয়াবহ রুপ এর আগে দেখেনি এ উপজেলার মানুষেরা। ভাঙ্গনের রুপ এতটাই ভয়াবহ-রুপ মানুষগুলো নিজেদের ঘরবাড়িও স্থানান্তরের সুযোগ পাচ্ছেন না। ২৬ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার ভোরে যে মসজিদে মুসল্লিরা জামাতে ফজরের নামাজ আদায় করেছেন, দুপুরেই সে মসজিদ একেবারেই বিলীন। যে স্কুল ভবন থেকে ভাঙ্গন ছিল অনেক দূরে বিকেলেই ভাঙ্গন চলে এসেছে সে ভবনের কিনারে।

বিকেলে মেঘনায় বিলীন হতে চলেছে প্রাইমারি স্কুলের আরো দুটি ভবন এবং একটি ক্লিনিক ভবন। এভাবে ভাঙ্গন চলছে উপজেলার পুরো ১৭ কিমি এলাকা জুড়ে। এমন ভয়াবহ পরিস্থিতিতে ভাঙনকবলিত এলাকার লোকজন আতঙ্কিত হয়ে পড়েছেন। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন।

সূত্র বলছে, প্রায় দেড়শ’ বছরের পুরোনো ওই এলাকাসহ স্থানীয় স্থাপনা সমূহ রক্ষায় জুলাই মাসে পানি উন্নয়ন বোর্ড আপদকালীন একটি প্রকল্প হাতে নেয়। প্রায় চার কোটি টাকা বরাদ্দের প্রকল্পটির আওতায় সেখানকার ৪শ’ মিটার এলাকায় বাঁধ নির্মাণের জন্য বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছিল। কাজটি শুরু হওয়ার পর এলাকাবাসী নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেন। কিন্তু এখন শুধু এক দিনের মেঘনার ভাঙনের তীব্রতা এলাকাবাসীর সেই স্বপ্ন কেড়ে নিতে শুরু করেছে।

স্থানীয় সংসদ সদস্য মেজর (অব.) আবদুল মান্নান জানান, ভবনগুলো রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নিতে তিনি পানি উন্নয়ন বোর্ড ও পানিসম্পদ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা হয়েছিল। ইতোমধ্যে সেখানে আরও ১৫ হাজার জিও ব্যাগ ডাম্পিংয়ের অনুমতি নেওয়া হয়েছে বলে তিনি জানান।

নদীভাঙন | জলবায়ু আরও সংবাদ

মিধিলি: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব মেঘনার ৪০ বেদে পরিবার

‘জমি ভেঙে যাচ্ছে, কলিজা ফেটে যায়’

ব্লক দিয়ে মেঘনার বাঁধ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

তিন হাজার শীতার্তকে কম্বল সোয়েটার দিয়েছে কমলনগর রামগতি বাঁচাও মঞ্চ

কমলনগরে মেঘনার তীর রক্ষা বাঁধ নির্মাণে ধৈর্য্য ধরতে বললেন মন্ত্রী

নদীভাঙন থেকে বাঁচতে লক্ষ্মীপুরে নদীপাড়ে এলাকাবাসীর কান্নাকাটি ও দোয়া মোনাজাত

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com