সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
চাঁদপুর-ঢাকা-চাঁদপুর লঞ্চের সময় সূচী: Chandpur-Dhaka-Chandpur

চাঁদপুর-ঢাকা-চাঁদপুর লঞ্চের সময় সূচী: Chandpur-Dhaka-Chandpur

0
Share

চাঁদপুর-ঢাকা-চাঁদপুর লঞ্চের সময় সূচী: Chandpur-Dhaka-Chandpur

নিজস্ব প্রতিনিধি: উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের সাথে সরাসরি ঢাকা টু লক্ষ্মীপুর লঞ্চ সার্ভিস উদ্বোধন হবে ২৭ জানুয়ারি শনিবার। এ দিন বিকেল ৪টায় লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীর ঘাট থেকে নতুন এ সেবাটির উদ্বোধন করবেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল এমপি। এ সময় বিইডব্লিউটিসিসহ সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন। বিমান মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান ভুঞাঁ লক্ষ্মীপুরটোয়েন্টিফোর এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এ রুটে চলাচলকারি লঞ্চের বিস্তারিত তথ্য ও সময় সূচি তিনি জানাতে পারেনি।

তবুও লক্ষ্মীপুর টু ঢাকা বা ঢাকা টু লক্ষ্মীপুর লঞ্চ সার্ভিসের সময় সূচী, লঞ্চের নাম ও  খবর পেতে এ লিংকে ক্লিক করুন  লক্ষ্মীপুরটোয়েন্টিফোর জানার সাথে সাথে আপনিও জেনে যাবেন সে খবর।

তবে এর মাঝে লক্ষ্মীপুরসহ বৃহত্তম নোয়াখালী জেলার অনেক যাত্রী এখনও লক্ষ্মীপুর থেকে চাঁদপুর হয়ে ঢাকায় যাতায়াত করছেন ।লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের পাঠকদের সুবিধার্থে কেবিন বুকিংসহ যে কোন তথ্য জানতে চাদঁপুর টু ঢাকায় গমনকারি বিভিন্ন লঞ্চের নাম ও ফোন নম্বর দেয়া হলো।

 চাঁদপুর টু ঢাকা (সকাল)
এম ভি নিউ আল-বোরাক- ৬.০০ মিনিট- ০১৮১৮০০২০২৯

এম ভি সোনার তরী- ৭.১৫ মিনিট- ০১৭১৬৫০১০৭৭

এম ভি ঈগল- ৩ ৯.০০ মিনিট- ০১৭১১০০৮৭৭৭

এম ভি রফ রফ- ৯.৩০ মিনিট- ০১৮১৮০০২০২৯

এম ভি বোগদাদীয়া ৮/৯-  ১০.৩০ মিনিট- ০১৭১১০০৮৭৭৭

এম ভি রাসেল ৩-    ১১.০৫ মিনিট-  ০১৭১২৭৩৫৩০০

চাঁদপুর টু ঢাকা (দুপুর)
এম ভি রফরফ ২-         ১২.০০ মিনিট-  ০১৮১৮০০২০২৯

আব-এ-জমজম-          ১.০০ মিনিট-    ০১৭১৪২৪৮৫৮৯

এম ভি মেঘনা রাণী- ১  ২.০০ মিনিট-    ০১৭১১০০৮৭৭৭

এম ভি সোনার তরী-১   ২.৩০ মিনিট-   ০১৭১৬৫০১০৭৭

এম ভি সোনার তরী ২   ৩.৩০ মিনিট-   ০১৭১৬৫০১০৭৭

চাঁদপুর টু ঢাকা (রাত)
এম ভি মিতালী-৪ ৯.৪০ মিনিট ০১৮১৮০০২০২৯

এম ভি ইমাম হাসান-২ ১১.১০ মিনিট ০১৭১১০০৮৭৭৭

এম ভি জমজম-১/তাক্ওয়া ১১.২০ মিনিট ০১৭১৪২৪৮৫৮৯ ০১৯৪৫৩৮৭৩৭০

এম ভি ময়ুর-৭ ১২.১৫ মিনিট ০১৭১১০০৮৭৭৭

 ঢাকা  টু চাঁদপুর (সকাল)

এম.ভি সোনার তরী – সকাল ৭:২০ মি:,

এম.ভি মেঘনারানী – সকাল ৮:০০ মি:,

এম.ভি ঝান্ডা/ এম.ভি লামিয়া – সকাল ৮:০০ মি:,

এম.ভি আব এ জমজম-১/ এম.ভি তাকওয়া – সকাল ৯:০০ মি:,

এম.ভি মিতালী-২ – সকাল ৯:৪০ মি:,

এম.ভি স্বর্ণদ্বীপ-৮ – সকাল ১০:২০ মি:,

এম.ভি বোগদাদিয়া-৫ – সকাল ১১:৩০ মি:,

 ঢাকা  টু চাঁদপুর (দুপুর-বিকেল)

এম.ভি ইমাম হাসান – দুপুর ১২:০০ মি:,

এম.ভি ময়ুর-২ – দুপুর ১:৩০ মি:,

এম.ভি ঈগল-২ – দুপুর ২:৩০ মি,

এম.ভি নিউ আল বোরাক – দুপুর ৩:৩০ মি:,

এম.ভি ঈগল-১ – বিকাল ৪:৩০ মি:,

এম. ভি সোনারতরী-১ -বিকাল ৫:২০ মি:,

কালাইয়া – বিকাল ৬:০০ মি:,

পয়সারহাট – বিকাল ৬:০০ মি:,

রাঙ্গাবালী – বিকাল ৭:৩০ মি:,

 ঢাকা  টু চাঁদপুর (রাত)

হুলারহাট/বরগুনা – রাত ৮:৩০ মি:,

এম.ভি নিউসান-৪/ এম.ভি জলতরঙ্গ – রাত ৮:৩০ মি:,

এম. ভি আব এ জমজম – রাত ১১:৩০ মি:,

এম.ভি রফরফ – রাত ১২:০০ মি:,

এম.ভি শম্পা/এম.ভি প্রিন্স অব রাসেল-৩ – রাত ১২:৩০ মি:,

চাঁদপুর-ঢাকা রুটে বেশ ক’টি উন্নতমানের লঞ্চ প্রতিদিন ঢাকা-চাঁদপুর রুটে চলাচল করছে। এগুলির মধ্যে আব-এ-জমজম, রফ রফ, ময়ূর-১, ময়ূর-২, আল বোরাক, মেঘনা রাণী, ইমাম হাসান ইত্যাদি লঞ্চ সার্ভিসের নাম উল্লেখযোগ্য। এছাড়া ঢাকা – চাঁদপুর – ঢাকা : নদী পথে ”ম্বয়ূর -৭” নামে , একটি বিলাস বহুল ও অত্যাধুনিক লঞ্চ চলাচল করছে।

প্রসঙ্গত, আমরা এই সূচিটি বন্দর কর্তৃপক্ষ সূত্রে নিশ্চিত হওয়ার চেষ্টা করেছি, তাই ভুলভ্রান্তির জন্য লক্ষ্মীপুরটোয়েন্টিফোর  দায়ী নয়।

ইচ্ছা করলে এই লিংকটি সংরক্ষণের জন্য ফেসবুক টাইমলাইনে শেয়ার করে নিতে পারেন।

 

যাতায়াত | পরিবহন আরও সংবাদ

শুরু হয়েছে ঢাকা-লক্ষ্মীপুর সরাসরি লঞ্চ | সময় সূচী, ভাড়া ও দূরত্ব কেমন হবে?

লক্ষ্মীপুরের মতিরহাটে নতুন লঞ্চঘাটের অনুমোদন

মজুচৌধুরীরহাট ঘাটের ৩ স্পীড বোট চালকের ৬০ হাজার জরিমানা

বৃহস্পতিবার থেকে জেলার ভেতর লোকাল বাস চলবে

বিকল্প পথে সিএনজি যোগে ৪ ঘন্টায় ঢাকায় আসা যাওয়া করছে লক্ষ্মীপুরবাসী

ঢাকা-লক্ষ্মীপুর লঞ্চ চলাচলের জন্য নদী ড্রেজিং কাজ শুরু

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com