প্রেস বিজ্ঞপ্তি : কৈশব সুরক্ষায় হব সচেতন, বাল্য বিয়ে করবনা, দেশের আইন ভাঙ্গবোনা, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ব্র্যাক কিশোর- কিশোরী উন্নয়ন কর্মসূচির হাজিরপাড়া শাখার ১৬টি কিশোরী ক্লাবের প্রায় ৬শত জন কিশোর-কিশোরীদের নিয়ে স্থানীয় বেগম অজিফা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মঙ্গলবার সকালে বাল্য বিয়ে প্রতিরোধ সচেতনতামূলক ক্যাম্পেইন ২০১৩ উপলক্ষে র্যালি,মানববন্ধন, আলোচনা সভা ও বাল্য বিবাহের উপর নাটক প্রদর্শন করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আবু ছায়েদ।
বেগম অজিফা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক আহমদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ব্র্যাকের কিশোর- কিশোরী উন্নয়ন কর্মসূচির সিনিয়র এলাকা ব্যবস্থাপক পরিক্ষীত কুমার বাছাড়, শিক্ষা কর্মসূচি বিইপি মোঃ খুরশিদ আলম,চরচামিতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সবিতা রাণী পাল।
উপস্থিত ছিলেন, কর্মসূচির সংগঠনক (এডিপি) মোঃ বাবুল হক,মমতাজ বেগম,মোঃ ওসমান গণি।
অনুষ্ঠানে স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা নিরাপদ ও চিত্র বিনোদন, বাল্য বিয়ে রোধ ও যৌতুক প্রতিরোধ, এসটিআই ও এইচ আইভি এইডস সম্পর্কে সচেতন, কিশোরীদের নেতৃত্বদান কমিউনিটি অংশগ্রহন হয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
0Share