প্রতিনিধি : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর লক্ষ্মীপুর ও স্থানীয় টুমচর ও কালিরচর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি (পাবসস) এর অংশ গ্রহন মূলক গ্রামীন নারীদের হাঁস মুরগী ও গবাদী পশু পালন শীর্ষক প্রশিক্ষন কোর্স করানো হয়েছে। দারিদ্র বিমোচনের লক্ষ্যে ক্ষুদ্রাকার পানি সম্পদ সেক্টর প্রকল্পের আওতায় লক্ষ্মীপুর এলজিইডির অর্থায়ানে সদর উপজেলার টুমচর গ্রামের দক্ষিন টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল রোববার ৩০ জন মহিলাকে এ প্রশিক্ষন দেয়া হয়। এসময় পাবসস এর সহসভাপতি আলী আহমদের সভাপতিত্বে প্রশিক্ষনে অতিথি হিসেবে ছিলেন সোসিও ইকোনিমিষ্ট সালেহ ইসলাম, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তফা আশ্রাফ, এলজিইডি লক্ষ্মীপুরের সাধারন প্যাসিলিটেটর মো: জাকির হোসেন প্রমুখ। পরে প্রশিক্ষন কারীদের মাঝে প্রাথমিক পর্যায়ে শতাধিক হাঁসের বাচ্ছা বিতরন করা হয় ।
0Share