লক্ষীপুর,০৩ সেপ্টেম্বর ২০১৩: ২০১২-১৩ অর্থ বছরের জন্য বরাদ্দকৃত এককালিন এক কোটি ১৬ লাখ ৮১ হাজার টাকার চেক ৩৪টি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে বিতরণ করেছে জাতীয় সমাজ কল্যাণ পরিষদ।এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার দুপুরে লক্ষীপুর জেলা প্রশাসক কার্যালয়ে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।অনুষ্ঠানটির আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক একে এম মিজানুর রহমান।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহবুবুল আলম, জেলা সমবায় অফিসার গোলাম সারওয়ার ভূঁইয়া, উপজেলা সমাজসেবা অফিসার মাহবুবুর রহমান।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক প্রজেস কুমার সাহা, লক্ষীপুর আদর্শ সামাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বনশ্রী পাল কান্তা, নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আবুল কাসেম চৌধুরী প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ‘চৌরাস্তা ক্লাব’কে ২০ হাজার টাকা, ‘চররুহিতা একতা সমাজ উন্নয়ন সংস্থা’ কে ১০ হাজার, ‘টাউন সরকারী প্রাথমিক বিদ্যালয়’ কে ১০ হাজার টাকা, ‘আঙ্গারপাড়া জনসেবা ক্লাব’ কে ১০ হাজার, ‘কান্তা নারী-পুরুষ উন্নয়ন সংস্থা’ কে ২০ হাজার টাকার চেকসহ ৩৪ টি প্রতিষ্ঠানের মাঝে মোট ১ কোটি ৩৪ লাখ ৮১ হাজার টাকার চেক বিতরন করেন।
0Share