সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৩শে সেপ্টেম্বর, ২০২০ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪২৭ বঙ্গাব্দ , ৬ই সফর, ১৪৪২ হিজরি
নিরাপদ সড়কের দাবিতে ২৬ বছর পার, লক্ষ্মীপুরে প্রতিষ্ঠাবার্ষিকী পালন - Lakshmipur24.com

নিরাপদ সড়কের দাবিতে ২৬ বছর পার, লক্ষ্মীপুরে প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিরাপদ সড়কের দাবিতে ২৬ বছর পার, লক্ষ্মীপুরে প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে র‌্যালি, সমাবেশ ও লিফলেট বিতরণ সহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) বেলা ১১টায় নিসচা জেলা কমিটির উদ্যোগে শহরের উত্তর তেমুহনী এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়।

এসময় সচেতন ও সোচ্চার হয়ে সড়কের মাফিয়াদের কবল থেকে বেরিয়ে আসার জন্য সকল শ্রেণি পেশার মানুষের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে সড়ক পরিবহন আইন-২০১৮ নিয়ে নিসচা আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াছ কাঞ্চনকে কটূক্তি ও অপমান করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

এর আগে সকাল ১০টায় জেলা শহরের বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যুরাল প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়। “পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়” এই স্লোগানে র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের স্বতস্ফুর্ত উপস্থিতি দেখা যায়।

পরে সমাবেশে নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের সংগ্রাম, সাফল্য ও গৌরবের বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন- নিসচা জেলা কমিটির সভাপতি অধ্যাপক কার্তিক রঞ্জন সেনগুপ্ত, মুক্তিযোদ্ধা আমির হোসেন ও বনশ্রী পাল, বিশিষ্ট সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী, লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম তপন, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ, টিআইবি’র লক্ষ্মীপুর আঞ্চলিক ব্যবস্থাপক আবদুল মান্নান আকন্দ সহ আরো অনেকে।

বক্তারা বলেন, শৃঙ্খলা ফেরানো ও দুর্ঘটনা কমানোর জন্য সড়ক পরিবহন আইন করা হয়েছে, জেল-জরিমানা করার জন্য নয়। তাই এই আইন বাস্তবায়নের স্বপক্ষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

পরে যানবাহন চালক, শ্রমিক ও পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন নিসচা আন্দোলনের সদস্যরা।

সদর আরও সংবাদ

লক্ষ্মীপুরে বিদ্যুৎ দিতে ৬০ লাখ টাকা আদায়কারী গ্রেফতার

পুলিশের আচরণে কোনোভাবেই মানুষ যেন কষ্ট না পায়: লক্ষ্মীপুরে ডিআইজি

নামের আগে ডাক্তার লেখায় লক্ষ্মীপুরে এক ব্যক্তির ৩০ হাজার জরিমানা

লক্ষ্মীপুরে নির্মাণাধীন ভবনের টয়লেট ট্যাংক পরিস্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু

প্রস্তাবিত ভূমি আইন বাতিলের দাবি করেছে লক্ষ্মীপুরে আইনজীবিরা

সাংবাদিকদের সাথে চন্দ্রগঞ্জ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মতবিনিময়

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব সংরক্ষিত : লক্ষ্মীপুরটোয়েন্টিফোর ( © ২০১২-২০২০)
সম্পাদক ও প্রকাশক: সানা উল্লাহ সানু, উপদেষ্টা সম্পাদক: রফিকূল ইসলাম মন্টু ।
রতন প্লাজা(৩য় তলা), চক বাজার, লক্ষ্মীপুর-৩৭০০।
ফোন: ০১৭৯৪-৮২২২২২, WhatsApp , ইমেইল: news@lakshmipur24.com