সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৪শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ , ১০ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
হিরামনি বেঁচে থাকতে হলো ধর্ষিতা, মরার পরে আপনার প্রচারনার মডেল ?

হিরামনি বেঁচে থাকতে হলো ধর্ষিতা, মরার পরে আপনার প্রচারনার মডেল ?

হিরামনি বেঁচে থাকতে হলো ধর্ষিতা, মরার পরে আপনার প্রচারনার মডেল ?

আলা উদ্দিন সাজু:  লক্ষ্মীপুরে নবম শ্রেনীর ছাত্রী হীরামনিকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে হত্যা করার ঘটনায় লক্ষ্মীপুরসহ সারাদেশে প্রতিবাদের ঝড় উঠেছে। আমিও প্রতিবাদ করছি দ্রুত এর বিচার হোক, তবে দেখা যাচ্ছে অনেকেই হিরামনিকে নিয়ে ব্যাক্তিগত ও সাংগঠনিক ফায়দা নেয়ার চেষ্টা করছেন।

জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংঘঠনগুলো হীরামনিকে সাইনবোর্ড করে তাদের সাংগঠনিক প্রচারনার কাজ করে যাচ্ছেন নিয়মিত (কিছুকিছু সংগঠন)। আমার পরিচিত অনেককে দেখেছি হিরামনির কবর জিয়ারত করে ফেসবুকে পোষ্টদিয়ে কি যেন একটা বুঝাতে চেয়েছেন। আমি তাতে বুঝেছি ফেসবুকের পোষ্টএর একটা ক্যাপশনের জন্যই মূলত এই কবর জেয়ারতটা করা।

এতে ব্যাক্তি ও তার সংগঠনের প্রচারনা চালিয়ে নেয়া ছাড়া আর কোন উদ্দেশ্য আছে বলে আমার মনে হয় না। এই জেয়ারতকারী অনেককেই আমি ব্যাক্তিগতভাবে চিনি যারা নিজের বাবা ও মায়ের কবর ভূল করেও জেয়ারত করেন না। বাবা মায়ের কবর জেয়ারত করেওবা কি লাভ সেছবি ফেসবুকে দিলেতো তেমন লাইক কমেন্ট বা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকেনা।

অন্যদিকে কিছুকিছু ফেসবুকার আছেন যারা তাদের ফেসবুক পেইজকে সক্রিয় করতে ও বেশি ফলোয়ার তৈরী করতে হীরামনিকে নিয়ে এ্যডভেটাইসের মডেল হিসেবে ব্যবহার করছেন। দুনিয়াতে বেঁচে থাকতে হীরামনিকে হতে হলো ধর্ষিতা আর মরার পরে হতে হলো আপনার বা আপনার সংগঠনের অথবা অপনার ফেসবুক পেইজের ফলোয়ার তৈরী করার একজন মডেল।

এটা অবশ্যই খুবই কষ্টের। ভবিষ্যত প্রজম্মের কাছে হীরামনির পরিবারকে আমরাই আমাদের স্বার্থের জন্য ধর্ষিতা পরিবার হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করে দিলাম। হীরামনির জান্নাত কামনা করি। আমার ফেসবুক ষ্টার হওয়ার কোন ইচ্ছা নাই তাই কবরের সামনে জেয়ারতের ছবি আপলোড করলাম না, দুরথেকে দোয়া ও বিচারের দাবি জানাচ্ছি।

লেখক: বিনোদন সাংবাদিক

ভিন্নমত আরও সংবাদ

ভাসান চরের নদী শাসনের মডেল দেশের নদী ভাঙ্গন কবলিত এলাকায় প্রয়োগ করা হোক

আপনার ঘামে ভেজা একটি টি-শার্ট দেবেন আমাকে?

রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় আয়কর আইনজীবীরা

পিএইচএসসিএএ-লক্ষ্মীপুরটোয়েন্টিফোর সৃজনশীল লেখা প্রতিযোগিতা শুরু

শ্রেণি বৈষম্যের প্রতিযোগিতায় ‘অসুস্থ্য সমাজ’

হিরামনি বেঁচে থাকতে হলো ধর্ষিতা, মরার পরে আপনার প্রচারনার মডেল ?

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব সংরক্ষিত : লক্ষ্মীপুরটোয়েন্টিফোর ( © ২০১২-২০২০)
সম্পাদক ও প্রকাশক: সানা উল্লাহ সানু, উপদেষ্টা সম্পাদক: রফিকূল ইসলাম মন্টু ।
রতন প্লাজা(৩য় তলা), চক বাজার, লক্ষ্মীপুর-৩৭০০।
ফোন: ০১৭৯৪-৮২২২২২, WhatsApp , ইমেইল: news@lakshmipur24.com