সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২৫শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ , ১১ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ , ১২ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
লক্ষ্মীপুর-২ আসনের প্রার্থীদের নিকট তরুণ ভোটারদের চাওয়া গুলো - Lakshmipur24.com

লক্ষ্মীপুর-২ আসনের প্রার্থীদের নিকট তরুণ ভোটারদের চাওয়া গুলো

লক্ষ্মীপুর-২ আসনের প্রার্থীদের নিকট তরুণ ভোটারদের চাওয়া গুলো

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ইতিমধ্যেই প্রচারণা শুরু হয়ে গেছে। লক্ষ্মীপুরের রায়পুর জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। জেলার আদি ইতিহাস শুরু মূলত রায়পুর থেকেই। নির্বাচন আসলেই প্রাচীন এ উপজেলার হয়ে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দেন। শেষে সে প্রতিশ্রুতি গুলোর অনেকই আর রক্ষা করতে পারেন না। বর্তমানে এখানকার তরুণ ভোটাররা যেন একটু বেশিই আগ্রহী নানা প্রতিশ্রুতি শোনার জন্য। তাই তরুণ ভোটারদের পক্ষ হয়ে প্রার্থীদের কাছে আমার কিছু জানতে চাওয়া:

১। রায়পুরের  ছেলেমেয়েদের ভবিষ্যত চাকুরীর কি পদক্ষেপ নেয়া হবে ? বিগত ৫ বছরের পরিসংখ্যান টা জানার আগ্রহ আছে।

২। উপজেলা শিক্ষার উন্নয়নে একজন এমপি হিসেবে ভবিষ্যতের পরিকল্পনা কি? সাথে চাই গত ৫ বছরের হিসাবও।

৩। পরিবহন চাঁদাবাজি বন্ধ ও মাদক রোধে আপনাদের নীতি কি হবে ?

৪। পানপাড়া সড়কটি সংস্কারের কি পদক্ষেপ নেয়া হয়েছে ?

৫। অবহেলিত চিকিৎসা সেবায় জনগণের জন্য কি করবেন ?

৬। বেকারত্ব দূরীকরণ কল্পে কি কর্মসূচী হাতে নেয়া হবে ?

৭। রায়পুরের সম্ভাবনাময় কৃষি ও শিল্পখাতে উন্নয়নে কি পরিকল্পনা হবে ?

৮। বিনোদন ও শিশু কিশোরদের মানসিক বিকাশ সাধন কল্পে শিশু পার্কের সুখবর আসবে কি ?

৯। ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের কি উন্নয়ন হবে ?

১০।  প্রিয় ডাকাতিয়া নদী সুরক্ষায় একজন এমপি হিসেবে আপনি কি করবেন ?

১১। পৌরসভার সৌন্দর্য বৃদ্ধিতে কি কর্মসূচী থাকবে ?

১২। জলাশয় দূরীকরণ ও ড্রেনেজ ব্যবস্থার কতটুকু উন্নতি সাধিত হবে ?

১৩। বাজারের যানজট নিরসনে কি উদ্যোগ নেয়া হবে ?

১৪। রায়পুর সরকারী কলেজে অনার্স চালুর জন্য কি উদ্যোগ থাকবে ?

১৫। ফিশহ্যাচারীতে কৃষি ডিপ্লোমা কোর্স চালুর কোন উদ্যোগ থাকবে কি ?

১৬। মৌসুমে ইলিশ সংরক্ষণের জন্য হিমাগার তৈরীর উদ্যোগ ও চাই।

একজন ভবিষ্যত এমপির নিকট থেকে এ প্রশ্নের উত্তর গুলো তরুণ ভোটাররা চাইবে। এমনটাই ভাবী সব সময়।

আশা করি উত্তর পাবো।

ইতি:

রায়পুরের তরুণ প্রজন্মের ভোটার ও সাধারণ জনগণের পক্ষে

আবদুর রব ছিদ্দিকী

ভিন্নমত আরও সংবাদ

ভাসান চরের নদী শাসনের মডেল দেশের নদী ভাঙ্গন কবলিত এলাকায় প্রয়োগ করা হোক

আপনার ঘামে ভেজা একটি টি-শার্ট দেবেন আমাকে?

রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় আয়কর আইনজীবীরা

পিএইচএসসিএএ-লক্ষ্মীপুরটোয়েন্টিফোর সৃজনশীল লেখা প্রতিযোগিতা শুরু

শ্রেণি বৈষম্যের প্রতিযোগিতায় ‘অসুস্থ্য সমাজ’

হিরামনি বেঁচে থাকতে হলো ধর্ষিতা, মরার পরে আপনার প্রচারনার মডেল ?

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব সংরক্ষিত : লক্ষ্মীপুরটোয়েন্টিফোর ( © ২০১২-২০২০)
সম্পাদক ও প্রকাশক: সানা উল্লাহ সানু, উপদেষ্টা সম্পাদক: রফিকূল ইসলাম মন্টু ।
রতন প্লাজা(৩য় তলা), চক বাজার, লক্ষ্মীপুর-৩৭০০।
ফোন: ০১৭৯৪-৮২২২২২, WhatsApp , ইমেইল: news@lakshmipur24.com