সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
ভিডিও কনফারেন্সে রায়পুরে শতভাগ বিদ্যুতায়নের এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভিডিও কনফারেন্সে রায়পুরে শতভাগ বিদ্যুতায়নের এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

0
Share

ভিডিও কনফারেন্সে রায়পুরে শতভাগ বিদ্যুতায়নের এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের ৪০ জেলা এবং ৪১০ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, মুজিববর্ষের মধ্যে বাংলাদেশের সব ঘরে ঘরে আলো জ্বালাব। বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেশ কয়েকটি প্রকল্পসহ ২৩ উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শতভাগ বিদ্যুতায়নের আওতায় দেশের ২৩ উপজেলার মধ্যে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা রয়েছে।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী রাজশাহী, বাগেরহাট, সুনামগঞ্জ, মেহেরপুর, গোপালগঞ্জ জেলার সুবিধাভোগী মানুষের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করেন।

এ সময় গণভবনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী; প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম; সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু; তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক; পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

অন্যদিকে  লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকাল সাড়ে দশটায় লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উদ্বোধন করা হয়। বিদ্যুৎ বিভাগের আয়োজনে এসময় প্রধান অতিধি ছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার এএইচএম কামরুজ্জামান, জেলা আ.লীগ সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, সিভিল সার্জন আবদুল গফফারসহ আরো অনেকে।

রায়পুর উপজেলায় ১ হাজার ২৯৬ কিলোমিটার নির্মিত লাইনের মধ্যে ৮২ হাজার ৫২০টি সংযোগ প্রদান করে পল্লী বিদ্যুৎ বিভাগ। আর এতে ব্যয় ধরা হয় ১ শত ৯৫ কোটি টাকা। আর এর মাধ্যমে এ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা হয়।

সমস্যা | প্রত্যাশা আরও সংবাদ

রামগতির চরাঞ্চলের ৩৪ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

স্লুইচ গেইট অকেজো, লোকালয়ে ঢুকছে জোয়ারের পানি

উপকূলেও ছড়িয়ে পড়ছে ডেঙ্গু, জনবল সঙ্কটে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্স

মতিরহাটে আধুনিক লঞ্চঘাট নিমার্ণে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের পরিদর্শন

রামগতির মেঘনার তীর সংরক্ষণ প্রকল্প এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

চার দফা দাবিতে রামগতি ফারিয়া’র প্রতিবাদ সমাবেশ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com