মো: দেলোয়ার হোসেন মৃধ্যাঃ রায়পুর উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগে চালু থাকলোও তা এখন নামে মাত্র। সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সীমাহীন দুর্নীতি, নজরদারী অভাব, আর মাঠ কার্মীদের দায়িত্বহীনতা, উদাসীনতা ও গোপন ওষুধ বিক্রীর কারণে পরিকল্পিত পরিবার গঠন কার্যক্রম স্থবির হয়ে পড়ছে। সূত্রে জানা গেছে পরিকল্পিত পরিবার গঠনে রায়পুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগে কার্যক্রম কোন ভাবে কাজে আসছে না। দরিদ্র ও বেকার এ উপজেলায় দিন দিন বেড়ে চলছে। ভোটার তালিকা হিসেবে প্রায় ২ লক্ষ ৯৮ হাজার মানুষের জন্য এ উপজেলার জনসংখ্যা নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যক্রম থাকলেও আজ পর্যন্ত তেমন কোন সাফল্য আসে নাই। পরিবার পরিকল্পনা বিভাগ পরিকল্পিত পরিবার গঠনে কাজ করলেও সাধারণ মানুষের মাঝে এর কোন প্রভাব পড়েনি। মাঠ কর্মিদের অলসতা ও অবহেলার কারণে, একের অধিক নয়, দুয়ের বেশী নয়-এ শ্লোগান এখন শুধু দেওয়াল লিখনের মধ্যে সীমাবদ্ধ, বাস্তবে এর কোন কার্যক্রম চোখে পড়েনা। সংশ্লিষ্টদের নজরদারীর অভাব আর মাঠ কর্মিদের দায়িত্বহীনতা উদাসিনতার কারণে পরিকল্পিত পরিবার গঠন কার্যক্রম মুখ থুবড়ে পড়ছে। এ উপজেলা মডেল উপজেলা নামে খ্যতি রয়েছে। ২০১১-১৩ সালে মডেল হিসেবে প্রথম স্থান অধিকার করে থাকে। অসুসন্ধানে জানা যায় বর্তমানে এদের কার্যক্রম সম্পূর্ণ উল্টো দিকে রয়েছে। উপজেলার ৮নং দক্ষিন চরবংশী ইউনিয়নের ফাতেমা খাতুন, উলফতের নেছা, জরিমানা বানুসহ একাধিক মহিলা এ প্রতিনিধিকে জানান, তাদের এক একজনের তিন চারটি করে সন্তান রয়েছে আর একটি সন্তান নেয়ার ইচ্ছা তাদের রয়েছে কিন্তু তারা পরিবার পরিকল্পনা সর্ম্পকে কিছুই জানেনা ও বুঝেনা। তারা বুঝে সন্তান আল্লাপাকের দান, একের অধিক সন্তান জর্ন্ম গ্রহন করলে আপনাদের ক্ষতি কি? আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন। তারা আরো বলেন পরিবার পরিকল্পনা সম্পর্কে কেউ আমাদেরকে কোন ধারণা দেননি এবং কেউ আসেও নাই। এছাড়া এ উপজেলায় বহু দম্পতি আছে, তারা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাদের আগে পরে কখনো দেখেননি। স্থানীয় সচেতন মহলের অভিযোগ সরকার প্রতিবছরে পরিবার পরিকল্পনা বিভাগের জন্য বিপুল পরিমান অর্থ ব্যয় করলেও মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনা কর্মকর্তারা একেবারে আসছেন না। এব্যাপারে কথা হলে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর মোহাম্মদ বলেন, পরিবার পরিকল্পনা কার্যক্রমে আমি দু’বার প্রথম স্থান অধিকার করি। কয়েকটি জায়গায় মাঠ কর্মিদের কার্যক্রমে কিছু অনিয়মের কথা স্বীকার করেন তিনি। তদন্ত সাপেক্ষে অনিয়মকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
0Share