রায়পুর প্রতিনিধি :রায়পুরে শনিবার সকালে এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। এ সময় এলাকাবাসী ধর্ষক আবদুস সাত্তার ভূঁইয়াকে (৩৫) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। সে দক্ষিণ কেরোয়া গ্রামের মৃত রুহুল আমিন ভূঁইয়ার ছেলে। এ ঘটনায় ধর্ষিতা থানায় মামলা করেছেন। ধর্ষিতার পরিবার জানায়, প্রবাস ফেরত আবদুস সাত্তার গত কয়েকদিন ধরে তার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। শনিবার ভোরে অভিভাবকদের অনুপস্থিতিতে ঘরে মেয়েটিকে একা পেয়ে আবদুস সাত্তার জোরপূর্বক ধর্ষণ করে চলে যায়। পরে এলাকাবাসী তাকে খুঁজে বের করে পিটুনি দিয়ে স্থানীয়ভাবে মেয়েটিকে বিয়ে করার জন্য সাত্তারকে বলে। কিন্তু সাত্তার বিয়ে করতে অস্বীকার করায় থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার সাহা বলেন, মেয়েটি থানায় ধর্ষণ মামলা করেছেন। ডাক্তারি পরিক্ষার জন্য তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। ধর্ষককে আদালতে পাঠানো হয়েছে।
0Share