নিজস্ব প্রতিনিধি: রামগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মানিক হোসেন নামে যুবলীগের এক কর্মী গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ৬ জন। শুক্রবার রাতে রামগঞ্জ শহরের পাট বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় একটি সালিশী বৈঠকে উপজেলা যুবলীগ সভাপতি এমরান হোসেন এমুর সঙ্গে রামগঞ্জ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন রাজুর কথা কাটাকাটি হয়। পরে ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন রাজুর সহযোগীরা যুবলীগ নেতা এমরান হোসেনের অফিসের সামনে দিয়ে ৩টি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এসময় এমরান সমর্থকদের হামলায় যুবলীগ কর্মী মানিক হোসেন গুলিবিদ্ধ হন।
এছাড়া তাদের ছোঁড়া ইট-পাটকেলে পৌর ছাত্রলীগের সহ-সভাপতি এমরান হোসেন মানিক, ছাত্রলীগ কর্মী ইসমাইল হোসেন, সৌরভ, রুবেল হোসেন ও যুবলীগ কর্মী খোকন আহত হন। আহতদের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন রাজু ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাল জানান, যুবলীগ নেতা এমরানের লোকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ছাত্রলীগের ৪ নেতাকর্মী আহত হন। এ ব্যাপারে বিস্তারিত জানতে রামগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি এমরান হোসেন এমুর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন যুবলীগ কর্মীর গুলিবিদ্ধ হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
0Share