সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর ও রায়পুর আসনের সীমানা পুনঃনির্ধারণের জবাব চেয়ে হাইকোর্টে রীট

লক্ষ্মীপুর ও রায়পুর আসনের সীমানা পুনঃনির্ধারণের জবাব চেয়ে হাইকোর্টে রীট

লক্ষ্মীপুর ও রায়পুর আসনের সীমানা পুনঃনির্ধারণের জবাব চেয়ে হাইকোর্টে রীট

নিজস্ব প্রতিনিধি:লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) ও লক্ষ্মীপুর-৩ (সদর) সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণে উচ্চ আদালতে (হাইকোর্ট) রীট করা হয়েছে। এতে এ আসনগুলোর সীমানা পুনঃনির্ধারণে নির্বাচন কমিশন কর্তৃক গেজেট বিজ্ঞপ্তি কেন আইন বহির্ভূত ঘোষণা করা হবে না জানতে চেয়ে প্রধান নির্বাচন কমিশনারসহ ৮ কর্মকর্তাকে জবাব দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২১ জুন) দুপুরে হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও শহিদুল করিমের সমন্বিত অবকাশকালীন বেঞ্চ রীটটি আমলে নিয়ে এ নির্দেশ প্রদান করেন। সুপ্রীমকোর্টের আইনজীবি ও লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বাসিন্দা মো. সালাহ উদ্দিন রিগ্যানের আবেদন করা রীটের প্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের ৩০ এপ্রিল নির্বাচন কমিশনের কর্তৃক গেজেট বিজ্ঞপ্তিতে সংসদীয় আসনগুলোকে অখন্ড উপজেলা, প্রশাসনিক সুযোগ-সুবিধা ও জনসংখ্যার বিভাজন নিশ্চিত করতে বলা হয়েছে। কিন্তু লক্ষ্মীপুর-২ আসনের মধ্যে সদর উপজেলার ৯ টি ইউনিয়ন সংযুক্ত থাকায় আঞ্চলিক অখন্ডতা রয়েছে। এছাড়া এসব ইউনিয়নের জনগণ রায়পুর উপজেলার প্রশাসনিক কোন সুযোগ-সুবিধা গ্রহণ করেন না এবং যাতায়াত নেই। এখানে জনসংখ্যার বিভাজনও রয়েছে। তবে কেন লক্ষ্মীপুর-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের সীমানা পুনঃনির্ধারণ করা হবে না জানতে চেয়ে হাইকোর্টে রীট করা হয়। আদালত সূত্রে জানায়, সীমানা পুনঃনির্ধারণে নির্বাচন কমিশন কর্তৃক গেজেট বিজ্ঞপ্তি কেন আইন বহির্ভূত ঘোষণা করা হবে না জানতে চেয়ে প্রধান নির্বাচন কমিশনার, সচিব, যুগ্ম-সচিব, লক্ষ্মীপুর জেলা প্রশাসক, জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা সীমানা নির্ধারণ কর্মকর্তা, রায়পুর ও সদর উপজেলা সীমানা নির্ধারণ কর্মকর্তাকে জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। রীটকারী আইনজীবি মো. সালাহ উদ্দিন রিগ্যান বলেন, রায়পুর উপজেলাকে আমরা একটি স্বতন্ত্র সংসদীয় আসন চাই। এজন্য নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী আমি আদালতে রীট করেছি। আদালত প্রধান নির্বাচন কমিশনসহ ৮ কর্মকর্তাকে জবাব দেওয়ার জন্য বলেছেন।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে এনসিটিএফ এর বার্ষিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

এ জনপদের উন্নয়নে কারিগরি শিক্ষার প্রসার ঘটানো হবে: চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে এমএ সাত্তার

লক্ষ্মীপুরে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ১০ বছর উৎযাপন

চর রমনী মোহনের ১ নং ওয়ার্ডের মেম্বার পদে দেড় বছর পর আদালতে ভোট গণনা

রামগতিতে অবাধে গলদা চিংড়ির রেণু শিকার চলছেই !

লক্ষ্মীপুরে তালের চারা পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com