কাজল কায়েস(লক্ষ্মীপুর): ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচন বয়কট করেছেন লক্ষ্মীপুর কেন্দ্রের ভোটাররা। ভোটার কার্ড না পাওয়ার অভিযোগ এনে এ নির্বাচন বয়কট করেন তারা। জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের তারিখ ছিল শনিবার। সে অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ কেন্দ্রে ভোটার সংখ্যা ১০২ জন। কিন্তু এদের মধ্যে মাত্র ১৫ জন ভোটার কার্ড পেয়েছেন, বাকী ৮৭ জন কার্ড পাননি। এর ফলে ভোটাররা ক্ষুব্ধ হয়ে এক প্রতিবাদ সভা করে। এতে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট হাসিবুর রহমান, অ্যাডভোকেট ফখরুল ইসলাম নাহিদ, প্রফেসর আবদুল লতিফ, প্রফেসর দেলোয়ার হোসেন প্রমুখ। পরে সর্বসম্মতিক্রমে তারা সিনেট নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নেয়।
0Share