সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
রায়পুরে ইতিবাচক ছাত্রলীগ

রায়পুরে ইতিবাচক ছাত্রলীগ

রায়পুরে ইতিবাচক ছাত্রলীগ

chartalegকাজল কায়েস,জ্যেষ্ঠ প্রতিবেদক: সারা দেশে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজী, টেন্ডারবাজী, খুনোখুনিসহ নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগের শেষ নেই। কিন্তু সাম্প্রতিককালে ব্যাতিক্রম চিত্র লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায়। ছাত্রলীগের নেতারা এখানে শিক্ষার্থী ও তরুন প্রজম্মকে বিনামূল্যে গাছের চারা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’, কাগজ-কলম, এসএসসি পরীক্ষার সূচীপত্র ও প্লাষ্টিকের হাত ব্যাগ বিতরন করছেন।

এছাড়া মাদক এড়াতে শিক্ষার্থীদের মাঝে ফুটবল, ক্রিকেট ব্যাট ও বলসহ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হচ্ছে। এতে তারা মাদক-দ্রব্যকে দূরে রেখে পড়ালেখার পাশাপাশি বিনোদনমূখী হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলা ছাত্রলীগ গত ২১ মার্চ মেয়াদোত্তীর্ন হওয়ায় রায়পুর উপজেলা, পৌর ও সরকারি ডিগ্রি কলেজ শাখা কমিটি বিলুপ্ত করে। এরপর থেকে তিনটি শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক পদ-প্রত্যাশীরা ব্যাক্তিগত উদ্যোগে বিক্ষিপ্তভাবে সামাজিক বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছেন। সম্প্রতি উপজেলা কমিটির সাবেক সমাজ সেবা বিষয়ক সম্পাদক মো. কাউছার হোসেন বামনী আদর্শ উচ্চ বিদ্যালয়, মোল্লারহাট উচ্চ বিদ্যালয়, লুধুয়া উচ্চ বিদ্যালয়সহ ৭টি বিদ্যালয়ে ফলজ, বনজ ও ওষধি গাছের ছারা বিতরণ করেছেন। উত্তর চরআবাবিল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক পাপেল মাহমুদ চরআবাবিল রচিম উদ্দিন উচ্চ বিদ্যালয়, মিতালী বাজার মডেল একাডেমী ও চরবংশী জয়নালীয়া উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ করেন। চরমোহনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক আজিজ জনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০টি অসমাপ্ত আত্মজীবনী, কাগজ-কলম, এসএসসি পরীক্ষার সূচীপত্র ও প্লাষ্টিকের হাত ব্যাগ বিতরন করেন। উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহসীন পাটওয়ারী দক্ষিন রায়পুর আবদুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের মধ্যে ৮০ টি ফুটবল, ক্রিকেট ব্যাট ও বলসহ ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন।

এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মারুফ বিন জাকারিয়া বলেন, ছাত্র-ছাত্রীদের মধ্যে বিনামূল্যে বঙ্গবন্ধুর দেড় হাজার অসমাপ্ত আত্মজীবনী বিতরণ এবং ওই বই থেকে কুইজ প্রতিযোগিতা, শিক্ষা ও পরীক্ষা উপকরণ, রোগীদের রক্ত দান ও গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন ভালো কাজ আগেও আমরা করেছি। ছাত্রলীগের কাছে এ রকম ইতিবাচক সাংগঠনিক কার্যক্রম সব সময় প্রত্যাশা করি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সাবেক ছাত্রনেতা বলেন, রায়পুরে শীঘ্রই ছাত্রলীগের তিনটি শাখার কমিটি ঘোষনা করা হবে। এলক্ষ্যে প্রার্থীরা জেলা নেতাদের দৃষ্টিতে আসার জন্য সামাজিক কর্মকান্ড চালাচ্ছে। কমিটি গঠনের পরও যেন এ ধরনের সাংগঠনিক কার্যক্রম থাকে।

উপজেলার চর মোহনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক আজিজ জনি বলেন, জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেলের নির্দেশে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কাগজ-কলম,পরীক্ষার সূচীপত্র ও প্লাষ্টিকের হাত ব্যাগ বিতরন করছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

ছাত্রলীগ নেতা পাপেল মাহমুদ বলেন, শুধু রাজনৈতিক নয়, সামাজিক দায়বদ্ধতা থেকেই শিক্ষা-প্রতিষ্ঠান বিনামূল্যে গাছের চারা বিতরণ করছি। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস শিক্ষার্থীদের গাছের চারা বিতরন কার্যক্রমের উদ্বোধন করেছেন। শীঘ্রই পর্যায়ক্রমে মাধ্যামিক স্তরের সব শিক্ষা-প্রতিষ্ঠানের গাছের চারা বিতরণ করা হবে।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল বলেন, ভালো কাজের সঙ্গেই আমরা দলীয় নেতাকর্মীদের সম্পৃক্ত করার চেষ্টা করছি। সমাজে ইতিবাচক কাজ করে মানুষের ভালোবাসা মাধ্যমে এগিয়ে যেতে চাই। শীঘ্রই রায়পুরে ছাত্রলীগের শাখা কমিটি ঘোষনা করা হবে বলেও জানান তিনি।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

সাংবাদিক জিয়া চৌধুরীর বাবা মাহাবুবের রহমান আর বেঁচে নেই

রামগতিতে আদালতের স্থিতাবস্থা মানছেন না অবৈধ ইটভাটার মালিকপক্ষ

গরমের শুরুতে রামগতিতে ভয়াবহ লোডশেডিং, ভোগান্তিতে উপকূলের গ্রাহক

রামগতিতে ভয়াবহ অগ্নিকান্ডে ৮ পরিবারের বসতঘর পুড়ে ছাই

কমলনগরে চার্টার্ড লাইফের মৃত্যু বীমা দাবি চেক হস্তান্তর

কমলনগরে হিফজুল কুরআন ও ইসলামী সংগীত প্রতিযোগিতার আয়োজন

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com