সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
ঘূর্ণিঝড় ‘তিতলি’ বিষয়ে লক্ষ্মীপুর প্রশাসনের বৈঠক

ঘূর্ণিঝড় ‘তিতলি’ বিষয়ে লক্ষ্মীপুর প্রশাসনের বৈঠক

ঘূর্ণিঝড় ‘তিতলি’ বিষয়ে লক্ষ্মীপুর প্রশাসনের বৈঠক

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘তিতলি’র প্রভাব ও করণীয় বিষয় নির্ধারণে বুধবার (১০ অক্টোবর) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা করা হয়েছে। এসময় দুর্যোগ মোকাবেলা বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে সংশ্লিষ্টদের অবহিত করা হয় এবং দুর্যোগ মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

জেলা প্রশাসন আয়োজিত এ প্রস্তুতি সভায় জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইকবাল হোসেন প্রমুখ।

এসময় জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বলেন, উপকূলের নিকটবর্তী এলাকায় মাইকিং করে মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে বলা হয়েছে। প্রস্তুত রাখতে বলা হয়েছে দুর্যোগকালীন নিরাপত্তায় ৬৭ টি মেডিকেল টিম ও অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক দল। পাশাপাশি আশ্রয়কেন্দ্রের লোকজনের জন্য প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করা হয়েছে। একই সাথে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের ছুটি বাতিল ও সবধরণের শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান এবং আন্তঃজেলা লঞ্চ সার্ভিস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও স্থানীয় প্রশাসন ও রেড ক্রিসেন্টকে প্রস্তুত থাকারও নির্দেশ দেওয়া হয়। এসময় একটি মোবাইল কন্ট্রোল টিম গঠন করেন তিনি। ঘূর্ণিঝড় চলাকালীন ও পরবর্তি সময়ে জেলাবাসীর সুবিদার্থে এই টিম গঠন করা হয় বলে জানা গেছে। মোবাইল কন্ট্রোল টিমের নাম্বার- ০৩৮১-৬২২৪০ ও ০১৭৮৮৫৭৭৭০৬।

এ সভায় জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন এনজিও সংগঠনের প্রতিনিধি ও জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

সাংবাদিক জিয়া চৌধুরীর বাবা মাহাবুবের রহমান আর বেঁচে নেই

রামগতিতে আদালতের স্থিতাবস্থা মানছেন না অবৈধ ইটভাটার মালিকপক্ষ

গরমের শুরুতে রামগতিতে ভয়াবহ লোডশেডিং, ভোগান্তিতে উপকূলের গ্রাহক

রামগতিতে ভয়াবহ অগ্নিকান্ডে ৮ পরিবারের বসতঘর পুড়ে ছাই

কমলনগরে চার্টার্ড লাইফের মৃত্যু বীমা দাবি চেক হস্তান্তর

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com