সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ২৩শে এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ , ১০ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ , ১১ই রমজান, ১৪৪২ হিজরি
লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন

লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন

লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন

যথাযথ মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে উদ্যাপন করা হচ্ছে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। দিবসটি উপলক্ষে দিনের প্রথম প্রহরে জেলার সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো জাতীয় পতাকা উত্তোলন করে। সকাল সাড়ে ৮ টায় জেলা কালেক্টরেট প্রাঙ্গণে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন, জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ।

এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান, পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান। পরে জেলা আওয়ামীলীগ, বিভিন্ন সরকারী বেসরকারী অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পনের মাধ্যমে তাদের শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ আব্দুল গফ্ফার, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর পৌর মেয়র আবু তাহের, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুমসহ অনেকে।

১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী শেখ মুজিবুর রহমান। শিশুদের প্রতি শেখ মুজিবুর রহমানের অকৃত্রিম ভালোবাসার নির্দশন হিসেবে এই দিনটিকে “জাতীয় শিশু দিবস” হিসেবে ঘোষণা দেয়া হয়। দিবসটি উপলক্ষে লক্ষ্মীপুরের পাঁচটি উপজেলার বিভিন্ন স্থানে চলছে শিশুদের নিয়ে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় উপাসনালয়গুলোতে বিশেষ দোয়া, এতিমখানা ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাবার বিতরণ, চিত্রাংকন প্রতিযোগিতা, দেয়ালিকা লিখন, তথ্যচিত্র প্রদর্শন, ১০ দিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচিগুলো প্রদর্শন ও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা আলোকসজ্জাসহ নানা কর্মসূচী।

দেশে বিদেশে আরও সংবাদ

প্রজ্ঞাপন | সন্ধ্যা ৬টা পর্যন্ত বাড়ির বাইরে যাওয়া যাবে না

লকডাউন ঘোষণার প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে, অনুমতির অপেক্ষা

লক্ষ্মীপুর | সকল জনসমাগম নিষিদ্ধ, রাত ১০টার পর ঘর থেকে বের হওয়া যাবে না

প্রতি ইউনিয়নে বঙ্গবন্ধুর ম্যুরাল হবে: লক্ষ্মীপুরে ভার্চুয়ালি কনফারেন্স স্বরাষ্ট্রমন্ত্রী

লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন

১৭ই মার্চ লক্ষ্মীপুর থেকে সড়ক পথে যাত্রী নিয়ে ঢাকায় যাবে ইউছুপের নৌকা

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব সংরক্ষিত : লক্ষ্মীপুরটোয়েন্টিফোর © ২০১২-২০২১
উপদেষ্টা সম্পাদক: রফিকূল ইসলাম মন্টু, সম্পাদক ও প্রকাশক: সানা উল্লাহ সানু।
স্বপ্না মঞ্জিল (নিচ তলা), গণি হেড মাস্টার রোড, লক্ষ্মীপুর-৩৭০০।
ফোন: ০১৭৯৪-৮২২২২২, WhatsApp , ইমেইল: news@lakshmipur24.com