সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
নামের আগে ডাক্তার লেখায় লক্ষ্মীপুরে এক ব্যক্তির ৩০ হাজার জরিমানা

নামের আগে ডাক্তার লেখায় লক্ষ্মীপুরে এক ব্যক্তির ৩০ হাজার জরিমানা

0
Share

নামের আগে ডাক্তার লেখায় লক্ষ্মীপুরে এক ব্যক্তির ৩০ হাজার জরিমানা

জুনায়েদ আহম্মেদ: ডিএমএফ পাশ করে নামের আগে ডাক্তার উপাধি লেখার দায়ে লক্ষ্মীপুরে মোঃ আনোয়ারুল আবেদিন নামের একব্যক্তির ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে লক্ষ্মীপুর আল নুর চক্ষু হাসপাতাল সিলগালা ও ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বুধবার বিকালে জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থা (এনএসআই) এর গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শফিকুর রিদোয়ান আরমান শাকিল।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে আল নূর চক্ষু হাসপাতালে ডাক্তারের সহকারী হয়ে ডাক্তার পদবী ব্যবহার করে আসছেন আনোয়ারুল আবেদিন।

এমন অভিযোগের সত্যতা পাওয়ায় ডাক্তার পদবী ব্যবহারকারী আনোয়ারুলকে ১ মাসের জেল অনাদায়ে ৩০ হাজার টাকা এবং হাসপাতাল ভবন মালিক নুর রহমানকে ৫ হাজার টাকা, একই সাথে অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে স্টার গেষ্ট হাউজকে ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় উপস্থিত ছিলেন, এনএসআই’র উপ সহকারী পরিচালক মানিক দে, লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার (ইএমও) ডা: মোঃ ইকবাল হোসেন ও এনএসআই’র ফিল্ড অফিসার রাজিব কর।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল জানান, লাইসেন্সবিহীন, বিনা অনুমতিতে ব্যবসা পরিচালনা ও ডাক্তারের সহকারী হয়ে ডাক্তার পদবী ব্যবহারের দায়ে আল নুর চক্ষু হাসপাতাল নামের একটি প্রতিষ্ঠান সীলগালা এবং সংশ্লিষ্টদের জরিমানা করা হয়েছে। এছাড়াও অবৈধভাবে ব্যবসা পরিচালানার দায়ে ষ্টার গেষ্ট হাউজকেও জরিমানা করা হয়।

এদিকে, গত ৩১ আগষ্ট জেলা সিভিল সার্জন ডা: মো: আব্দুল গফফার স্বাক্ষরিত এক পত্রে ডাক্তার, প্যাথলজী ও হাসপাতালকে বিএমডিসির স্বীকৃত ডিগ্রী ছাড়া অন্য ডিগ্রী ব্যবহার না করতে নোটিশ দিয়েছেন সিভিল সার্জন। বিএমডিসি থেকে স্বীকৃত নয় এসব ডিগ্রীকে বিএমডিসি পরিপত্র জারি করে প্রতারণামূলক কাজ বলে অভিহিত করেছেন। অথচ নোটিশ পাওয়ার পরও লক্ষ্মীপুরে ডাক্তারদের এসব ডিগ্রী ব্যবহার অহরহ চলছে।

 

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে এনসিটিএফ এর বার্ষিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

এ জনপদের উন্নয়নে কারিগরি শিক্ষার প্রসার ঘটানো হবে: চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে এমএ সাত্তার

লক্ষ্মীপুরে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ১০ বছর উৎযাপন

চর রমনী মোহনের ১ নং ওয়ার্ডের মেম্বার পদে দেড় বছর পর আদালতে ভোট গণনা

রামগতিতে অবাধে গলদা চিংড়ির রেণু শিকার চলছেই !

লক্ষ্মীপুরে তালের চারা পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com