সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক আসামির জামিন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক আসামির জামিন

0
Share

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক আসামির জামিন

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় শেরপুরের নকলার এ কে এম আকরাম হোসেনকে চিকিৎসার জন্য জামিন দিয়েছেন ট্রাইব্যুনাল। আসামির আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

আদালতে আজ আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর ছিলেন জেয়াদ আল মালুম ও রেজিয়া সুলতানা।

আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান বলেন, ময়মনসিংহে কোতোয়ালী থানার এক মামলায় আকরাম হোসেনকে ২০১৭ সালের ২৪ এপ্রিল গ্রেফতার করে পুলিশ। পরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় একই সালের ২২ মে আকরাম হোসেনকে গ্রেফতার দেখানো হয়।

তিনি বলেন, ২০০৩ সালে এক সড়ক দুর্ঘটনায় আকরাম হোসেনের হিপ জয়েন্ট ভেঙে যায়। অপারেশন হলেও সেখানে ইনফেকশন দেখা দেয়। গ্রেফতার অবস্থায় আদালতের আদেশে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। সেখানে চিকিৎকরা তার হিপ জয়েন্টে অপারেশনের পরামর্শ দেন।

আব্দুস সাত্তার পালোয়ান বলেন, এ রকম বড় অপারেশন জেলখানায় থেকে সম্ভব নয় বলে আদালতে তার পক্ষে জামিন আবেদন করি। শুনানি শেষে আদালত তার চিকিৎসার স্বার্থে আইনজীবী ও ছেলের জিম্মায় এবং ঢাকায় অবস্থান করার শর্তে জামিন মঞ্জুর করেছেন।

প্রসিকিউটর রেজিয়া সুলতানা বলেন, চিকিৎসার জন্য তাকে জামিন দিয়েছেন আদালত। আগামী ২৮ অক্টোবর মামলার পরবর্তী তারিখে আদালতকে তার অপারেশনের বিষয়ে জানাতে বলা হয়েছে।

এ মামলায় আকরামসহ চার আসামির বিরুদ্ধে প্রতিবেদন দিয়েছিল তদন্ত সংস্থা। পরে এ মামলায় অভিযোগ গঠন করা হয়। বর্তমানে মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

আইনজীবি আবদুস সাত্তার পলোয়ান:

আন্তর্জা‌তিক অপরাধ ট্রাইব্যুনা‌লের তালিকাভুক্ত আইনজীবী আবদুস সাত্তা‌র পা‌লোয়া‌নের বাড়ী লক্ষ্মীপু‌রের কমলনগ‌র উপজেলায়। তি‌নি ট্রাইব্যুনা‌লে ২০ টি মামলা প‌রিচালনা ক‌রেন।  ইতোমধ্যে রাষ্ট্রীয় খর‌চে ৭ টি মামলায় আদালত তা‌কে ষ্টেট ডি‌ফেন্স ল’ইয়ার হিসা‌বে নি‌য়োগ দেন। যেগুলোর মধ্যে ট্রাইব্যুনা‌লে শুনানীর ফ‌লে তার ৪ জন আসামীকে জা‌মিন ও ৩ জন আসামী‌কে অব্যাহ‌তি দেয়। সাবেক বেশ কয়েকজন সংসদ সদস্য ও মন্ত্রীর মামলা পরিচালনা করায় অল্প সময়ে মধ্যে তার সুনাম দেশ-বিদেশের গণমাধ্যমে চলে আসে।

২০১১ সা‌লে তিনি রাজশাহী বিশ্ব‌বিদ্যালয় থে‌কে মাষ্টার্স অফ ল শে‌ষে ট্রাইব্যুনা‌লে আসামী প‌ক্ষের ‌রিচার্সার  হি‌সে‌বে যোগদান ক‌রেন। সনদ পাওয়ার পর ২০১৪ সা‌ল থেকে তিনি এককভা‌বে মামলা পরিচালনা শুরু করেন।

অপরাধ | আইন আরও সংবাদ

মেঘনা নদীতে পৃথক দুটি ডাকাতি মামলার আসামী মঞ্জু গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতাল কর্মীর বিরুদ্ধে রোগীকে মারধরের অভিযোগ

লক্ষ্মীপুরে বিদ্যালয় ক্যাম্পাস থেকে চুরি হওয়া শিশু ওহিকে পাওয়া গেছে সড়কের পাশে

রামগতিতে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ৩ ইটভাটা

রামগতিতে ৪ ইটভাটার ৯ লাখ টাকা জরিমানা, একটি বিনষ্ট

জমি সংক্রান্ত বিরোধের জের কমলনগরে সংঘর্ষে আহত-১১

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com