রামগঞ্জ সংবাদদাতা: রামগঞ্জ সরকারী কলেজের ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক মোঃ পারভেজক (২৫) গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার বিকেল ৩টায় ঘটনাটি ঘটেছে রামগঞ্জ উপজেলার মাঝিগাঁও বাজারে । এ ঘটনায় রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রলীগ নেতা মোঃ পারভেজ লামচর থেকে স্থানীয় মাঝিরগাঁও বাজারে এসে পৌছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ১০/১৫ জনের একটি সন্ত্রাসী দল হটাৎ ছাত্রলীগ নেতা মোঃ পারভেজের উপর গুলিবর্ষন করলে তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন পারভেজকে উদ্ধার করে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করে।
0Share