ডেস্ক:দশম সংসদ নির্বাচন বর্জনকারীরা মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষের শক্তি বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করেছেন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব। বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি শেখ হাসিনার উদ্দেশে বলেন, “আপনি (প্রধানমন্ত্রী) বলেছেন, যারা আপনার সাথে নেই তারা সবাই যুদ্ধাপরাধী। আপনি মুক্তিযুদ্ধের সময় কোথায় ছিলেন, কার টাকায় খেয়েছেন, আপনিই ভালো বলতে পারবেন।
“আমরা কেউই মুক্তিযুদ্ধের পক্ষে নই, শুধু আপনিই পক্ষে! আপনি কোন সেক্টরে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন,” প্রশ্ন করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক রব। শেখ হাসিনা সোমবার বলেন, “যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, তারা নির্বাচনে অংশ নিয়েছে। যারা তা করে না, তারা নির্বাচন বর্জন করেছে।”
নির্বাচন বর্জনকারী বিএনপি-জামায়াত জোটের দিকে ইঙ্গিত করে দশম সংসদ নির্বাচন হয়ে যাওয়ার পর সংবাদ সম্মেলনে একথা বলেছিলেন আওয়ামী লীগ সভানেত্রী।
ওই নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট, যে জোটের অন্যতম অংশীদার রবের জেএসডি।
সব দলের অংশ গ্রহণ না থাকার কারণ দেখিয়ে এনডিএফ নির্বাচনে অংশ নেয়নি। নতুন এই জোটে বি চৌধুরী নেতৃত্বাধীন বিকল্পধারা ও কাদের সিদ্দিকী নেতৃত্বাধীন কৃষক-শ্রমিক-জনতা লীগও রয়েছে। এনডিএফ দশম সংসদ নির্বাচন বাতিল করে নতুন করে নির্বাচন দেয়ার দাবি তুলেছে।
“৪৭টি কেন্দ্রে কোন ভোট পড়েনি। বিশ্বের কোথাও এ নজির আছে কি না, আমার জানা নেই। আমার প্রশ্ন হচ্ছে এ সব কেন্দ্রে আওয়ামী লীগের সমর্থকরাও কি ভোট দেননি?”
সূত্র:বিডিনিউজ
0Share