সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
মেঘনাবুকের চর ও তীরবর্তী খালগুলোতে ধরা পড়ছে প্রচুর “কোরাল মাছ”

মেঘনাবুকের চর ও তীরবর্তী খালগুলোতে ধরা পড়ছে প্রচুর “কোরাল মাছ”

মেঘনাবুকের চর ও তীরবর্তী খালগুলোতে ধরা পড়ছে প্রচুর “কোরাল মাছ”

জুনায়েদ আল হাবিবঃ লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলার মেঘনা বুকে জাগা নতুন চর এবং তীরের খালগুলোতে ধরা পড়ছে প্রচুর পরিমাণে ঐতিহ্যবাহী বিলুপ্ত প্রজাতির কোরাল মাছ। সে সুযোগে যারা ইতোমধ্যে কোরাল মাছ ভুলে গেছেন তাদের খাদ্য তালিকায় ফিরে এসেছে ঐতিহ্যবাহী সুস্বাদু এ মাছটি। দামও মোটামুটি ক্রেতাদের নাগালেই বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন কয়েকজন কোরাল ক্রেতা।
koralস্থানীয়রা জানায়, এক সময় “কোরাল” গ্রাম বাংলার একটি সুপরিচিত মাছ ছিল। মাছটি দেখতে প্রায় ইলিশের মতোই সাদা ও বিভিন্ন রঙ্গে রঙ্গিন আবরণে ঘেরা চকচকে দেহ। দেখতে যেমন আকর্ষণীয় তেমনি খুবই সুস্বাদু। দেশে বর্তমানে এ মাছটি খুব কমই দেখা যায়। কিন্তু বেশ কিছু দিন ধরে লক্ষ্মীপুরের মেঘনাতীরের বিভিন্ন খালগুলোতে ধরা প্রচুর পরিমাণে পড়ছে “কোরাল” মাছ।
খালে জাগদিয়ে মাছ শিকার করে এমন কয়েকজন শিকারি জানান, বর্ষা ঋতুতে সৃষ্ট পানির সঙ্গে খাল ও পুকুর গুলোতে প্রবেশ করে “কোরাল” মাছ। তখনই মাছ গুলো ধরার জন্য মরিয়া হয়ে উঠে স্থানীয় মাছ শিকারীরা।
জানতে চাইলে স্থানীয় কয়েকজন মাছ শিকারী জানায়, “মেঘনা তীরের খাল গুলোতে কাঁটা জাতীয় গাছের ডাল দিয়ে জাগ তৈরি করে মাছ আশ্রয়ের উপযোগী করা হয়। সপ্তাহের মতো সময় অপেক্ষার পর জোয়ারের সাথে আগত বিভিন্ন মাছের সঙ্গে পানির উপস্থিতিতে কোরাল গুলো জাগে আশ্রয় নেয়। পরে খালে পানি কমে গেলে জাগের চারপাশে জাল দিয়ে অবরোধ সৃষ্টি করে খুব সহজে ধরা যায় জাগের “কোরাল”সহ বিভিন্ন প্রজাতির মাছ”।

মেঘনায় কি পরিমাণ কোরাল পাওয়া যায় জানতে চাইলে মেঘনার জেলে মোঃ মোক্তার হোসেন (২৪) বলেন, ” দীর্ঘ ৮ বছর যাবত নদীতে মাছ ধরে আসছি। আগে মাঝে মধ্যে ইলিশের সাথে একটা-দুইটা কোরাল পাওয়া যায় যেতো। কিন্তু ইদানিং একটু বেশি পাওয়া যাচ্ছে।
কোরাল ক্রেতা কমলনগরের চর লরেঞ্চ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক দোলন জানান, গত সপ্তাহে তিনি রামগতির আলেকজান্ডার বাজার থেকে ৭ হাজার টাকা দিয়ে ১৪টি কোরাল কিনেছেন যে গুলোর ওজন প্রায় ৯ কেজি।
কমলনগরের সাহেবের হাট ঘাটের মাছ ব্যবসায়ী বেলায়েত হোসেন জানান, এখন “প্রতি কেজি “কোরাল” মাছ ৪’শ-৫’শ টাকা পাওয়া যায় কিন্তু তা বছরের যে কোন সময় পাওয়া যায়না”। মতিরহাট মাছঘাটের সভাপতি মেহেদী হাসান লিটন জানান, কমলনগরের “বাতিরখাল”, মতিরহাট হয়ে তোরাবগঞ্জ সড়কের পাশ দিয়ে বয়ে যাওয়া জয়বাংলা খাল, এমপির খাল, পাটাওয়ারীরহাট খালসহ রামগতি-কমলনগরের বিভিন্ন খালে এবার দেখা মিলছে”কোরাল”।

অন্যদিকে ঐতিহ্যবাহী কিন্তু বিলুপ্ত এ মাছটি আবার ফিরে আসায় স্থানীয় ক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে নতুন আসা। তাই সচেতন নাগরিকদের মধ্যে এ মাছটি নিয়ে আসা সৃষ্টি হয়েছে । তারা জানান বিলুপ্ত এবং ঐতিহ্যবাহী এ মাছটি প্রজনেনর জন্য অভয় আশ্রম তৈরি করা দরকার।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

মেঘনায় ৩০ জেলের জরিমানা

বলিরপোল বাজারে আগুনে পুড়লো ৮ দোকান: দেড় কোটি টাকার ক্ষতি

রামগতিতে ভয়াবহ অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষতি

মেঘনা নদীতে পৃথক দুটি ডাকাতি মামলার আসামী মঞ্জু গ্রেপ্তার

জাটকা নিধন বন্ধে মেঘনায় নৌ র‌্যালি

রামগতিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস অনুষ্ঠিত

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com