নিজস্ব প্রতিনিধি: খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীসহ ৭ দফা দাবীতে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে জেলা বিএনপি। বুধবার (৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া ও সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু পৃথক পৃথকভাবে স্মারকলিপি প্রদান করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাছিবুর রহমান হাছিব, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বেপারী, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান লিংকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা ছাত্রদলের সভাপতি মো. ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আল মামুন প্রমুখ।
এছাড়াও জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৭ দফা দাবী ও ১২ টি লক্ষ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরে স্মারকলিপি প্রদান করা হয়।