সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে হারিয়ে যাচ্ছে ঈদ কার্ড

লক্ষ্মীপুরে হারিয়ে যাচ্ছে ঈদ কার্ড

লক্ষ্মীপুরে হারিয়ে যাচ্ছে ঈদ কার্ড

সানা উল্লাহ সানু: কয়েক বছর আগেও লক্ষ্মীপুর সদর, রামগতি,রায়পুর,কমলনগর,রামগঞ্জের বিভিন্ন বাজারসহ স্কুল, কলেজের সামনে দেখা যেত অস্থায়ী কিছু দোকান । রমজানের ঈদকে সামনে রেখে তৈরি হতো অস্থায়ী ঈদ কার্ডের এ সব দোকান। পাড়ার স্কুল ও কলেজ পড়–য়া বন্ধরা মিলে গড়ে তুলতো সে দোকান

গুলো। বিক্রি করতো পোস্টকার্ড সাইজের কাগজে ছাপা ঈদকার্ড । ছিল বাহারী মিউজিক ঈদকার্ডও। নানান ডিজাইন, প্রচ্ছদ আর পছন্দসই রঙের মাঝে খুঁজে নিত প্রিয়জনকে শুভেচ্ছা জানানোর মজাটা ছিল আলাদা। রমজানের মধ্যভাগ থেকে শুরু হতো বেচাকেনার ধুম।

স্কুল পর্যায়ের কিছু কিছু ছাত্র-ছাত্রীদের মধ্যে বেশ কদর ছিল এই ঈদকার্ডের। তারা এক বন্ধু আরেক বন্ধকে ঈদকার্ড দিতে অনেক দূর পর্যন্ত পায়ে হেটে পৌছে দিতো। এতে তারা সবচেয়ে আনন্দ বোধ করতো।

কিন্তু এর বাহিরে বন্ধু-বান্ধব, প্রেমিক-প্রেমিকা,রাজনৈতিক ব্যক্তিবর্গ কিংবা সুস¤পর্ক আছে যাদের সঙ্গে এমন মানুষদের কাছে ঈদ কার্ড পাঠিয়ে ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানাত সবাই। ঈদ কার্ড ছাড়া যেন আনন্দই জমতো না ঈদে।

রমজান মৌসুমে ডাকঘর গুলোও ঈদকার্ডে চাপে হিমশিম খেতো। দেশ-বিদেশী দূরের বন্ধুদের কাছে ডাকঘরের মাধ্যমে পাঠানো হতো ঈদকার্ড।

অথচ কালের পরিক্রমায় আবহমান গ্রাম বাংলার এ সংস্কৃতিটি হারিয়ে গেল ইন্টারনেট ও এসএমএসের এর আড়ালে। ফলে এখন ঈদ কার্ড’র ব্যবহার কমে গেছে। তাই অলিগলিতে এসব দোকানও বসে না আর আগের মতো।

ঈদকার্ড প্রসঙ্গে সদর উপজেলার চর উভুতির ইসরাত জাহান বলেন, এখন ঈদের শুভেচ্ছা জানাতে তরুণ-তরুনীরা মোবাইল ফোনের ক্ষুদে বার্তা, সামাজিক যোগাযোগ মাধ্যমের মতো নতুন প্রযুক্তির দিকে বেশি ঝুঁকছে। বলতে গেলে ঈদ কার্ডের কোন চাহিদাই এখন নেই।

লক্ষ্মীপুর শহরের দোকান মালিক রাসেল জানান, বছর কয়েক আগেও ঈদসহ বিভিন্ন উৎসবে কার্ড বেশী বিক্রি হত। কিন্তু বর্তমানে ঈদ কার্ডই নয়, শুধু মাত্র বিয়ের কার্ড ছাড়া আর কোন কার্ডেরই চাহিদা নেই।

এক সময়ে ঈদকার্ড বেশি ব্যবহার করতেন রাজনৈতিক নেতারা। তবে বর্তমানে অনেক রাজনৈতিক নেতারাও মোবাইল এসএমএস দিয়ে ঈদের শুভেচ্ছার কাজটা সেরে ফেলেন অল্পতেই।

এই ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে জেলা যুবলীগের এক নেতা বলেন, ভাই এত সময় কোথায়। মোবাইলে এসএমএস দিলে খরচ ও কম এবং অনেক দূরপ্রান্ত থেকে পৌঁছানো সহজ।

এ নেতা বলেন, শুধুমাত্র রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতাসহ মন্ত্রী-এমপিরা কার্ডে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেও সাধারণ মানুষের মাঝে কার্ড কেনার চাহিদা নেই।
বর্তমান আধুনিকতায় এমনি ভাবে হারিয়ে যাচ্ছে এ ঐতিহ্যটি।

ইতিহাস | ঐতিহ্য আরও সংবাদ

Lakshmipur | লক্ষ্মীপুর | লক্ষ্মীপুর জেলার ইতিহাস | লক্ষ্মীপুর জেলার পরিচিতি

রামগতিতে বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি স্তম্ভ পরিদর্শনে বিভাগীয় কমিশনার

লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর আগমনের দিনে তাঁকে স্মরণ করে আলোচনা সভা ও দোয়া মাহফিল

খ্যাতিতে ঐতিহ্যবাহী রামগতির মিষ্টি

২০ ফেব্রুয়ারি ১৯৭২: প্রথম রাষ্ট্রীয় সফর রামগতি ও ভোলায় বঙ্গবন্ধু শেখ মুজিব

লক্ষ্মীপুর মটকা মসজিদ ভাঙ্গা হয়েছে ২০১৮ সালে | এখনো জীবন্ত আছে ডিসি ওয়েবসাইটে

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com