সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
এবার রমজানে লক্ষ্মীপুরের বাজারে দেশীয় বাহারি ফল

এবার রমজানে লক্ষ্মীপুরের বাজারে দেশীয় বাহারি ফল

এবার রমজানে লক্ষ্মীপুরের বাজারে দেশীয় বাহারি ফল

নিজস্ব প্রতিনিধি: চলছে রমজানের ১ম দশ দিন। পবিত্র এ মাসে এবারের ইফতারে থাকছে বাহারি মৌসুমি ফল।কারণ এবারের রমজান ফলের মৌসুম হওয়ায় এবার রমজানজুড়ে বাজারে থাকছে নানান রসালো ফল। সংশ্লিষ্টরা বলছেন, রমজান আসার আগেই এবার বাজারে আম, কাঁঠাল, লিচু, আনারস,পেয়ারা, জামরুলে ভরপুর।

শুক্রবার লক্ষ্মীপুরের বিভিন্ন উপজেলার ফলের বাজারের খোঁজ  নিয়ে জানা যায়, বাজারে কাঁঠাল, লিচু, পেঁপে, তরমুজসহ নানা জাতের রসালো ফলে ভরপুর।এগুলোর দামও মোটামুটি।ব্যবসায়ীরা বলেন, মৌসুম হওয়ায় আম, কাঁঠালের সরবরাহ  প্রচুর। তাই এবার রমজানে বাহারি ফল কিনছে স্বাস্থ্য সচেতনরা।

ফল বাজার ঘুরে দেখা গেছে,  হিমসাগর ও গোপাল ভোগ আম বিক্রি হচ্ছে ৯০ থেকে ১২০ টাকা কেজি দরে। এছাড়া সাইজভেদে কাঁঠাল প্রতি পিস বিক্রি হচ্ছে ৬০ থেকে সাড়ে ৩শ টাকায়। এছাড়া বিদেশি ফলের মধ্যে উন্নতমানের খেজুর ৫শ’ টাকা কেজি, আপেল ১৫০-১৬০ টাকা, আঙ্গুর ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাল্টা বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজি দরে। বক্স খেজুর পাওয়া যাচ্ছে ৩২০ টাকায়।

লক্ষ্মীপুর শহরের বিভিন্ন স্থানে পাইকাররা এনে দিয়ে যায় ফল। আর খুচরা বিক্রেতা তা বিক্রি করছে হরদমে। আর মৌসমী ফলে ভালো ব্যবসা হওয়ায় পেশাগত ফল ব্যবসায়ীদের পাশাপাশি মৌসমী ব্যবসায়ীও রয়েছে। যারা শুধু মৌসমে লিচু, আম-কাঠালের ব্যবসা করেন।

এসব ফল পাওয়া যাবে লক্ষ্মীপুরে শহরে উত্তর তেমুহনী, চকবাজারস্থ এলাকায়, বাজারের বড় পুল সংলগ্ন সামাদ স্কুল সংলগ্ন, দক্ষিণ তেমুহনী, ঝুমুর সিনেমা সংলগ্নসহ শহরসহ রামগতি, কমলনগর, চন্দ্রগঞ্জ, রামগঞ্জ, রায়পুরের হাটবাজারে। আপেল, আঙ্গুর, কমলা কিংবা মালটা ফলের মধ্যে ফরমালিন নামক বিষক্ত কিছু থাকলেও মৌসমী এসব ফলে ফরমালিন নেই বলে জানান বিশেষজ্ঞরা।

এদিকে, রোজায় বিশুদ্ধ ও ফরমালিনমুক্ত ফল খাওয়ার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা। ‘আর বয়স্করা বেশি করে ফলের শরবত খেলে স্বাস্থ্য ভালো থাকবে। তবে তা অবশ্যই ফরমালিনমুক্ত হতে হবে’।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

মেঘনায় ৩০ জেলের জরিমানা

বলিরপোল বাজারে আগুনে পুড়লো ৮ দোকান: দেড় কোটি টাকার ক্ষতি

রামগতিতে ভয়াবহ অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষতি

মেঘনা নদীতে পৃথক দুটি ডাকাতি মামলার আসামী মঞ্জু গ্রেপ্তার

জাটকা নিধন বন্ধে মেঘনায় নৌ র‌্যালি

রামগতিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস অনুষ্ঠিত

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com