সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
রামগতি উপজেলা Ramgati Upazila

রামগতি উপজেলা Ramgati Upazila

1
Share

রামগতি উপজেলা Ramgati Upazila

লক্ষ্মীপুর ডায়েরি থেকে: লক্ষ্মীপুর জেলার ৫টি উপজেলার মধ্যে অন্যতম রামগতি উপজেলা। রামগতি উপজেলার গঠনের দিকে নজর দিলে জানা যায়, রামগতি থানা গঠিত হয় ১৮৬২ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৪ সালে। শুরুতে রামগতি থানার আয়তন ছিল ৬৩২ বর্গকিমি। প্রথমে রামগতি থানাটি বড়খেরী ইউনিয়নে স্থাপন করা হয়। পরবর্তীতে নদী ভাঙ্গন জনিত কারণে ১৯৮২ সালে বর্তমান আলেকজান্ডারে স্থানান্তরিত করা হয়।

রামগতি নামকরণ নিয়ে বেশ কয়েকটি মতানৈক্য আছেঃ
১। ম নুরুল আলম সম্পাদিত “রামগতি দর্পণ” গ্রন্থে বলা হয়েছে বর্তমানে (২০১৬) যেখানে রামগতি হাট সেখানে রামকৃষ্ণ নামক এক লোকের মাছের আড়ৎ বা গদি ছিল। এলাকার লোক জনের কাছে ঐ গদিটি রামের গদি নামে পরিচিতি ছিল। ধারণা করা হয় পরবর্তীতে রামের গদি থেকে বাজারটির নামকরণ করা হয় রামগতি। বাজারের নাম অনুসারে রামগতি কে সাবেক নোয়াখালী জেলার হাতিয়ার একটি ফাড়িঁ থানা করা হয়। পরে ১৯৮৪ সালে রামগতি কে নোয়াখালীর একটি উপজেলায় পরিণত করা ।

২। বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক সানা উল্লাহ নূরী ১৯৪৯ সালে “সৈনিক” পত্রিকায় “ত্রিদ্বীপের কাহিনী” প্রবন্ধে রামগতির নামকরণ প্রসঙ্গে উল্লেখ করেন, নোয়াখালীর আদিম সুধারাম থানা এবং ত্রিপুরারর সামন্তরাজা “রাম” তার দলবল নিয়ে বঙ্গোপসাগর পাড়ি দেয়ার পর নাবিকেরা দিক ভুলে ছিৎকার করে উঠে। পরে যে জায়গায় নাবিকেরা দিক বা গতি ফিরে পায় সে জায়গাটির নাম ছিল, পানি চর। রাম রাজার গতি ফিরে পাওয়ার কারণে এ পানি চরের নাম রাখা হয় রামগতি।
রামগতি উপজেলার সীমানা: উত্তরে কমলনগর উপজেলা, দক্ষিণে মেঘনা নদী ও নোয়াখালীর হাতিয়া উপজেলা, পূর্বে সুবর্ণচর উপজেলা, পশ্চিমে মেঘনা নদী, ভোলার দৌলতখান ও তজমুদ্দিন উপজেলা।

রামগতি  বিষয়ে আরো জানতে ‘‘লক্ষ্মীপুর ডায়েরি’’ সংগ্রহ করুন।

পৃথিবীর মানচিত্রে রামগতির অবস্থানঃ ২২.৬৪ ডিগ্রী উত্তর থেকে ২২.৬৫ ডিগ্রী উত্তর এবং ৯০.৮৫ ডিগ্রী পূর্ব থেকে ৯০.৯৩ ডিগ্রী পূর্ব পর্যন্ত।

আয়তন ও জনসংখ্যাঃ রামগতি উপজেলার আয়তন ৬৯১৬০ একর ২৭৯.৮৮ বর্গ কিমি এবং লোকসংখ্যা ২৬১০০২ জন শিক্ষা হার ৩৯.৩%।
প্রসাশনিক ইউনিটঃ রামগতি উপজেলায় ৮টি ইউনিয়ন পরিষদ, ১ টি পৌরসভা এবং ৩৯ টি গ্রাম রয়েছে।
ইউনিয়ন সমূহঃ ২ নং চর বাদাম, ৩ নং চরপোড়াগাছা, ৪ নং চর আলেকজান্ডার, ৫ নং চর আবদুল্যাহ, ৬ নং চর আলগী, ৭ নং চর রমিজ, ৮ নং বড়খেরী এবং ৯ চরগাজী ইউনিয়ন।

তথ্য সূত্র: লক্ষ্মীপুর ডায়েরি

লক্ষ্মীপুর ডায়েরি সর্ম্পকে জানতে এ লিংকে ক্লিক করুন অথবা ভিজিট করুন  www.lakshmipur24.com/ld

লক্ষ্মীপুর জেলা, রামগতি, রামগঞ্জ, রায়পুর, লক্ষ্মীপুর সদর এবং কমলনগর উপজেলা, লক্ষ্মীপুর জেলার সকল পৌরসভা এবং ইউনিয়ন গুলো সর্ম্পকে আরো বিস্তারিত জানতে আজই সংগ্রহ করুন লক্ষ্মীপুর জেলার বিখ্যাত ইতিহাস গ্রন্থ লক্ষ্মীপুর ডায়েরি। 

কারণ 

চাকুরী প্রত্যাশী ছাড়াও লক্ষ্মীপুর সর্ম্পকে জানতে সর্বস্তরের সাধারণ মানুষ, রাজনীতিবিদ, ছাত্র, শিক্ষক, সাংবাদিক, গবেষক, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভার কর্মকর্তা, বিভিন্ন সরকারি, বেসরকারি অফিসের কর্মকর্তাসহ যে কোন নাগরিকের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থ হিসেবে ইতোমধ্যে পরিচিত হয়েছে।

লক্ষ্মীপুরে পাওয়া যায়: 

১. টাউন লাইব্রেরি, চক বাজার, লক্ষ্মীপুর।

২. হাছানিয়া লাইব্রেরি, চক বাজার, লক্ষ্মীপুর।

৩. পাঠক বন্ধু লাইব্রেরি, কলেজ গেইট রামগঞ্জ, লক্ষ্মীপুর।

৪.  ভাই ভাই লাইব্রেরি, মিয়াজী সুপার মার্টেক ( ইসলামী ব্যাংকের নিচে), রায়পুর, লক্ষ্মীপুর।

ফোন:  ০১৭৩২ ৭০৪১৫৬

ঢাকায় পাওয়া যায়: 

১। পাঠশালা, ২২, আজিজ সুপার মার্কেট (নিচ তলা), শাহবাগ, ঢাকা।

২। রহমানিয়া লাইব্রেরী, ৪২/৪৩ নর্থব্রুক হল রোড, বাংলাবাজার, ঢাকা। ( সদরঘাট, ১নং লালকুঠি গেইট সংলগ্ন)

মোবাইল ০১৭১১-৫৬২৫৭০ ০১৩০৯-০০৩০৩৪

অনলাইনে রকমারিতে পাওয়া যায়:

ঠিকানা: https://www.rokomari.com/book/174834/lokkhipur-diary

সরাসরি ক্রয় করতে পারেন:

ফেসবুকে Sana Ullah Sanu ঠিকানায় ফোন নংসহ ঠিকানা ইনবক্স বা 01511 022222 নাম্বারে ফোন করুন

ইতিহাস | ঐতিহ্য আরও সংবাদ

Lakshmipur | লক্ষ্মীপুর | লক্ষ্মীপুর জেলার ইতিহাস | লক্ষ্মীপুর জেলার পরিচিতি

রামগতিতে বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি স্তম্ভ পরিদর্শনে বিভাগীয় কমিশনার

লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর আগমনের দিনে তাঁকে স্মরণ করে আলোচনা সভা ও দোয়া মাহফিল

খ্যাতিতে ঐতিহ্যবাহী রামগতির মিষ্টি

২০ ফেব্রুয়ারি ১৯৭২: প্রথম রাষ্ট্রীয় সফর রামগতি ও ভোলায় বঙ্গবন্ধু শেখ মুজিব

লক্ষ্মীপুর মটকা মসজিদ ভাঙ্গা হয়েছে ২০১৮ সালে | এখনো জীবন্ত আছে ডিসি ওয়েবসাইটে

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com