সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
কমলনগরে হাসপাতালের অ্যাম্বুলেন্স চালকের বদলি প্রত্যাহারের দাবিতে রোগীর স্বজনদের মানববন্ধন

কমলনগরে হাসপাতালের অ্যাম্বুলেন্স চালকের বদলি প্রত্যাহারের দাবিতে রোগীর স্বজনদের মানববন্ধন

কমলনগরে হাসপাতালের অ্যাম্বুলেন্স চালকের বদলি প্রত্যাহারের দাবিতে রোগীর স্বজনদের মানববন্ধন

লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক নুর নবী রাসেলের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। সোমবার (২০জুলাই) সকালে উপজেলা পরিষদ গেইটের সামনে এ মানববন্ধন করেন সেবা গ্রহণকারী রোগী ও তাদের স্বজন-পরিবারের লোকজন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিকল্প ধরার সাধারণ সম্পাদক মো. ছিদ্দিক মিয়া, সাবেক ছাত্রলীগের আহবায়ক মোঃ রাকিব হোসেন সোহেল, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন সাত্তার, উপজেলা ছাত্রলীগ নেতা সিএম মহিন, রনি চন্দ্র দাস, কামাল উদ্দিন, আ’লীগ নেতা শাহাদাত হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ষড়যন্ত্রমূলকভাবে অ্যাম্বুলেন্স চালক নুর নবী রাসেলকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে। তিনি মানবিক, রোগীবান্ধব ও করোনা সম্মুখযোদ্ধা। সময়ে-অসময়ে ২৪ঘন্টা, এমনকি রাতের ২টা, ৩টাতেও যদি আমরা রোগী নিয়ে বিপদে পড়ি, তিনি অ্যাম্বুলেন্স নিয়ে হাজির হন। নদীভাঙা কবলিত এই এলাকার মানুষকে বিভিন্নভাবে স্বাস্থ্যসেবা দিয়ে আসছেন তিনি। কিন্তু হঠাৎ, তার এ বদলি আদেশে আমরা হতাশ হয়েছি। অন্য এলাকা থেকে কেউ এসে এখানে কি সেবা দিবে? করোনার এ দুঃসময়ে তার এলাকার রাস্তা-ঘাট, চিনতে চিনতেই ৫-৬মাস লেগে যাবে। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী চান, স্বাস্থ্যকর্মীরা নিজ নিজ এলাকায় থেকে চিকিৎসা সেবা দিবেন, সেখানে এ উল্টো আদেশ আমরা কোনভাবেই মেনে নিতে পারছিনা। অ্যাম্বুলেন্স চালক রাসেল এ ছাড়াও একজন পরোপকারী মানুষ। সাধারণ রোগীদের রক্ত দিয়ে, চিকিৎসা সেবায় সহায়তা করে আসছেন। আমরা তার এ বদলি আদেশ প্রত্যাহারের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেনের কাছে জেলা প্রশাসক, সিভিল সার্জন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মোঃ রাকিব হোসেন সোহেল প্রমুখ।

স্বাস্থ্য আরও সংবাদ

রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন দুই সংযোজন

রামগতিতে ক্ষুদে ডাক্তার কার্যক্রমের উদ্বোধন

রায়পুরের সেই ডাক্তারের লাখ টাকা জরিমানা, চেম্বার সিলগালা

রামগতিতে পোলট্রি খামারের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকার মানুষ

উপকূলেও ছড়িয়ে পড়ছে ডেঙ্গু, জনবল সঙ্কটে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্স

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন 

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com