সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে জলোচ্ছ্বাস ও জোয়ার মেঘনারতীরের সব ইউনিয়ন প্লাবিত

লক্ষ্মীপুরে জলোচ্ছ্বাস ও জোয়ার মেঘনারতীরের সব ইউনিয়ন প্লাবিত

লক্ষ্মীপুরে জলোচ্ছ্বাস ও জোয়ার মেঘনারতীরের সব ইউনিয়ন প্লাবিত

ঘূর্ণিঝড় ইয়াস ও ভরা পূর্ণিমার প্রভাবে মেঘনা উপকূলীয় এলাকা লক্ষ্মীপুরের কমলনগর রামগতি, লক্ষ্মীপুর সদর ও রায়পুরের অনন্ত ১৫টি ইউনিয়নের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। তবে বিকেল সাড়ে চারটার পর থেকে পানি নামা শুরু করেছে।

চার ফুট উচ্চতার জলোচ্ছ্বাস ও জোয়ারের পানিতে ডুবে আছে রাস্তা-ঘাট, ব্রিজ কালভার্ট, পুকুর ও জলাশয়। মানুষের বাড়ি-ঘরও ডুবে গেছে পানিতে।
তবে মাঠে এখন কোনো ফসল নেই বলে জানিয়েছেন স্থানীয়রা। জোয়ার ও জলোচ্ছ্বাসের কারণে প্লাবিত হওয়া ইউনিয়নগুলোর মধ্যে রয়েছে কমলনগর উপজেলার চর মার্টিন, চর কালকিনি, চর লরেন্স, চর ফলকন ও পাটোয়ারী হাট; রামগতি উপজেলার চর বাদাম, চর আলেকজেন্ডার, চল আবদুল্লাহ ও চর রমিজ।

সবচেয়ে বেশি আতঙ্কের মধ্যে চর আবদুল্লাহ, তেলির চর ও সোনার চর এলাকার মানুষ। এসব এলাকায় পুরোটাই কয়েক ফুট পানির নিচে তলিয়ে গেছে।

বুধবার (২৬ মে) দুপুর থেকে নদীতে অতিরিক্ত জোয়ার ও জলোচ্ছ্বাসের পানিতে এসব গ্রাম প্লাবিত হয়। এতে ভোগান্তিতে পড়েন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, ইয়াসের প্রভাবে হালকা বাতাস ও কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তবে এসব এলাকার মানুষ এখনও কোনো আশ্রয়কেন্দ্রে যাননি। ঝুঁকি নিয়ে নিজেদের ঘর-বাড়িতেই অবস্থান করছেন। কোনো আতঙ্ক নেই বলেও জানান তারা।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মোমিন জানান, খুব বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই। ভরা পূর্ণিমা ও ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মেঘনা তীরবর্তী এলাকায় প্লাবিত হয়েছে।

নদীভাঙন | জলবায়ু আরও সংবাদ

মিধিলি: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব মেঘনার ৪০ বেদে পরিবার

‘জমি ভেঙে যাচ্ছে, কলিজা ফেটে যায়’

ব্লক দিয়ে মেঘনার বাঁধ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

তিন হাজার শীতার্তকে কম্বল সোয়েটার দিয়েছে কমলনগর রামগতি বাঁচাও মঞ্চ

কমলনগরে মেঘনার তীর রক্ষা বাঁধ নির্মাণে ধৈর্য্য ধরতে বললেন মন্ত্রী

নদীভাঙন থেকে বাঁচতে লক্ষ্মীপুরে নদীপাড়ে এলাকাবাসীর কান্নাকাটি ও দোয়া মোনাজাত

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com