সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কেন্দ্র সমূহ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কেন্দ্র সমূহ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কেন্দ্র সমূহ

নিজস্ব প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা ২৬ অক্টোবর থেকে শুর হবে।এবার ৬টি ইউনিটের  মধ্যে এ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ অক্টোবর সকাল ১০.৩০ – দুপুর ১২.০০ টা, বি ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ অক্টোবর বিকেল ৩.০০ – ৪.৩০ টা পর্যন্ত। সি ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ অক্টোবর সকাল ১০.৩০ – দুপুর ১২.০০ টা, ডি ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ অক্টোবর বিকেল ৩.০০ – ৪.০০ টা পর্যন্ত। ই ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ অক্টোবর সকাল ১০.৩০ – দুপুর ১১.৩০ টা, এফ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ অক্টোবর বিকেল ৩.০০ – ৪.০০ টা পর্যন্ত। ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ৩০ অক্টোবর।

ভর্তি পরীক্ষার আসন-বিন্যাস 
কেন্দ্র গুলো থাকবে
১-চৌরাস্তা
২-মাইজদি বাজার
৩-মাইজদি কোর্ট
৪-পৌর বাজার
৫-সোনাপুর

০১-
কেন্দ্রের নাম: সরকারী কারিগরি উচ্চ বিদ্যালয়,
বেগমগঞ্জ, নোয়াখালী।
>কিভাবে যাবে
-নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তা নেমেই দেখবেন পাশেই এই
স্কুল।সো এই স্কুলে যাদের আসন পড়েছে তাদের মোটামুটি সুবিধা
হবে চিনতে।

০২-
কেন্দ্রের নাম: জালাল উদ্দিন কলেজ, বেগমগঞ্জ,
নোয়াখালী।
>কিভাবে যাবেন:
বেগমগঞ্জ চৌরাস্তা থেকে ২৫০ মিটার এর মধ্যেই এই কলেজ।
চৌরাস্তা নেমে যে কাউকে বললেই দেখিয়ে
দিবে।হেটে যাওয়াই ভাল হবে।

০৩-
কেন্দ্রের নাম: জয়নুল আবেদীন মেমোরিয়াল
একাডেমী, বেগমগঞ্জ, নোয়াখালী।
>কিভাবে যাবেন

বেগমগঞ্জ চৌরাস্তা থেকে এটা ও ২৫০-৩০০ মিটার এর মধ্যেই।
যে কেউ চিনিয়ে দিবে। চাইলে হেটেও যাওয়া যাবে

০৪-
কেন্দ্রের নাম: বেগমগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড
কলেজ, বেগমগঞ্জ, নোয়াখালী
>কিভাবে যাবেন
– বেগমগঞ্জ চৌরাস্তা থেকে ২৫০-৩০০ মিটার। যে কেউ চিনিয়ে
দিবে। চাইলে হেটেও যাওয়া যাবে।

০৫-
কেন্দ্রের নাম: একলাশপুর উচ্চ বিদ্যালয়,বেগমগঞ্জ,
নোয়াখালী।
>কিভাবে যাবে
-বেগমগঞ্জ চৌরাস্তা থেকে অটো ১০ টাকা নিবে।রিকসা
২০-২৫ টাকা নিবে।হেটে আসা যাবেনা।

০৬-
কেন্দ্রের নাম: মাইজদী টেকনিক্যাল স্কুল এন্ড
কলেজ, মাইজদী , নোয়াখালী।
>কিভাবে যাবেন
-মাইজদি বাজার নেমে হেটে যেতে হবে। ৭-১০
মিনিট লাগবে।যে কেউ কে বললে চিনিয়ে দিবে।

০৭-
কেন্দ্রের নাম: অরুন চন্দ্র উচ্চ বিদ্যালয়, মাইজর্দী,
নোয়াখালী।
>কিভাবে যাবেন
-মাইজদি বাজার নেমে হেটে যেতে হবে।রাস্তার
পাশেই ৫-৭ মিনিট লাগবে।

০৮-
কেন্দ্রের নাম: মাইজদী বালিকা বিদ্যানিকেতন,
মাইজদী বাজার,
নোয়াখালী।
>কিভাবে যাবেন
-মাইজদি বাজার নেমে হেটে যেতে পারবেন।
চাইলে রিকসা নিতে পারেন। ১০-১৫ টাকা ভাড়া নিবে।

০৯-
কেন্দ্রের নাম: এম এ রশিদ উচ্চ বিদ্যালয়,
মাইজদী কোর্ট, নোয়াখালী।
>মাইজদি কোর্ট এর হসপিটাল রোড/সোনালী
ব্যাংক এর সামনে নেমে হেটে যেতে হবে। ২-৩
মিনিট লাগবে।

১০-
কেন্দ্রের নাম: প্রাইমারী টিচার্চ ট্রেনিং
ইনস্টিটিউট (পিটিআই),
মাইজদী কোর্ট, নোয়াখালী।
>কিভাবে যাবেন
-মাইজদি কোর্ট নেমে ৪-৫ মিনিট হাটলেই হবে
।মেইন রোডের পাশেই।

১১-
কেন্দ্রের নাম: নোয়াখালী সরকারী মহিলা কলেজ,
মাইজদী কোর্ট,
নোয়াখালী।
>কিভাবে যাবেন
-মাইজদি কোর্ট এর বড় মসজিদ মোড় নেমে রিকসা
নিতে হবে।১৫-২০ টাকা ভাড়া।

১২-
কেন্দ্রের নাম: নোয়াখালী সরকারী বালিকা উচ্চ
বিদ্যালয়, মাইজদী কোর্ট,নোয়াখালী।
>কিভাবে যাবেন
–মাইজদি কোর্ট এর বড় মসজিদ মোড় নেমে রিকসা
নিতে হবে।১৫-২০ টাকা ভাড়া।

১৩-
কেন্দ্রের নাম: নোয়াখালী জিলা স্কুল, মাইজদী
কোর্ট, নোয়াখালী।
>কিভাবে যাবেন
-মাইজদি কোর্ট, রাস্তার পাশেই। বললেই দেখিয়ে
দিবে ।

১৪-
কেন্দ্রের নাম: আল ফারুক একাডেমি,
মাইজদীকোর্ট, নোয়াখালী।
>কিভাবে যাবেন
-পৌর বাজার নামতে হবে।তারপর হেটে ৪-৫ মিনিট
লাগবে।

১৫-
কেন্দ্রের নাম: নোয়াখালী উচ্চ বিদ্যালয়, সদর,
নোয়াখালী।
>কিভাবে যাবেন
–রশীদ কলোনি নামতে হবে। । তারপর রিকসা ১০-১৫
টাকা নিবে।চাইলে হেটেও যেতে পারবেন।

১৬-
কেন্দ্রের নাম: হরিনারায়নপুর উচ্চ বিদ্যালয়,
মাইজদী কোর্ট, নোয়াখালী।
>কিভাবে যাবেন
-পৌর বাজার নামতে হবে।তারপর হেঁটে চলে যান। দুই মিনিট সময় লাগতে পারে

১৭-
কেন্দ্রের নাম: পৌর কল্যান উচ্চ বিদ্যালয়,
মাইজদীকোর্ট, নোয়াখালী।
>কিভাবে যাবেন
– বাসের ড্রাইভারকে বলুন বিশ্বনাথ নামিয়ে দিতে। রাস্তার পাশেই স্কুল

১৮-
কেন্দ্রের নাম: নোয়াখালী সায়েন্স এন্ড কমার্স
কলেজ, সোনাপুর,নোয়াখালী।
>কিভাবে যাবেন
– বাস থেকে দত্তের হাট নামুন। অটো করে চলে যান। ভাড়া ৫ টাকা

১৯-
কেন্দ্রের নাম: আহমদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, সোনাপুর, নোয়াখালী।
>কিভাবে যাবেন
-সোনাপুর নামতে হবে। তারপর মাইজদির দিকের অটো তে উঠেতে হবে ৫ টাকা নিবে।রাস্তার পাশেই।
অথবা বাসের ড্রাইভারকে বলুন স্কুলের মোড়ে নামিয়ে দিতে

২০-
কেন্দ্রের নাম: সোনাপুর ডিগ্রী কলেজ,সোনাপুর, নোয়াখালী।
>কিভাবে যাবেন
-সোনাপুর নামতে হবে। পেছনে হেঁটে আসুন মিনিট পাঁচেক। কাউকে জিজ্ঞেস করুন পেয়ে যাবেন

২১-
কেন্দ্রের নাম: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সোনাপুর,
নোয়াখালী।
>কিভাবে যাবেন
-সোনাপুর নেমে অটো ১০ টাকা নিবে।প্রযুক্তি / ভার্সিটি যাবেন বললেই হবে।

শিক্ষাদীক্ষা আরও সংবাদ

লক্ষ্মীপুরের রসুলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী

কমলনগরে ২০০৪ এসএসসি ব্যাচের মিলনমেলা ও ইফতার

রামগতিতে শিক্ষার্থীদের মাঝে কোডেকের স্কুল ব্যাগ বিতরণ

সোহরাওয়ার্দী কলেজে লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের কমিটি গঠন

কুমিল্লা বোর্ড থেকে পাঠদানের অনুমতিসহ ইন নাম্বার পেলো তোরাবগঞ্জ কলেজ

লক্ষ্মীপুরে এক বছর মেয়াদী চারুকলা ও আইসিটি কোর্স চালু করলো আইডিয়াল প্রফেশনাল

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com