লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলার সাত শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি চলছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদাসহ ১২ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হচ্ছে। ২৩ সেপ্টেম্বর থেকে শিক্ষকরা হাজিরা খাতায় স্বাক্ষর করে পূর্ণদিবস ক্লাস বর্জন করছেন। শুক্রবার সকালে দাবি আদায়ের লক্ষ্যে জেলার রায়পুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে শিক্ষকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির নেতা আবদুল মোতালেব, গোলাম ফারুক, তাফাজ্জল হোসেন খান, হারুনুর রশিদ, জহির আলম, সাইফুল ইসলাম, শামছুদ্দিন আহাম্মেদ, রওশন আরা ও মো. ইসমাইল প্রমুখ। বক্তারা বলেন, “লক্ষ্মীপুর জেলায় ৭০৬টি প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি চলছে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে আমাদের দাবি আদায় না হলে ১ অক্টোবর থেকে জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে অনির্দিষ্টকালের জন্য বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হবে।” এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা অনশনের হুঁশিয়ারি দেয়া হয় ।
0Share