"> Lakshmipur24.com | Lakshmipur news around the world || মাধ্যমিকে মিড-ডে মিল চালু করতে কমিটি গঠনের নির্দেশ
সব কিছু
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে জানুয়ারি, ২০২০ ইং , ১৩ই মাঘ, ১৪২৬ বঙ্গাব্দ , ১লা জমাদিউস-সানি, ১৪৪১ হিজরী

মাধ্যমিকে মিড-ডে মিল চালু করতে কমিটি গঠনের নির্দেশ

74
Share

মাধ্যমিকে মিড-ডে মিল চালু করতে কমিটি গঠনের নির্দেশ

মাধ্যমিক পর্যায়ে মিড-ডে মিল বা দুপুরের খাবার চালু করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সোমবার (২৩ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালককে এ নির্দেশ দেয়।
গত ১ আগস্ট মাধ্যমিক পর্যায়ে মিড-ডে মিল চালু করতে শিক্ষা অফিসারদের কাছে আগ্রহী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চেয়েছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। এরপর সোমবার ৭ সদস্যের এ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হলো।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে আহ্বায়ক করে ম্যানেজিং কমিটির একজন প্রতিনিধি, দুজন অভিভাবক প্রতিনিধি, স্টুডেন্ট কেবিনেটের দুজন সদস্য বা দুজন শিক্ষার্থী এবং একজন শিক্ষক প্রতিনিধি নিয়ে কমিটি গঠন করতে হবে।
এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে বর্তমানে দেশের ১০৪টি উপজেলার ১৫ হাজার ৮০টি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিন্ডিং কর্মসূচি চালু আছে। এর মধ্যে ৯৩টি উপজেলায় সরকারি অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। এসব স্কুলে শিশুদের উচ্চপুষ্টির বিস্কুট দেওয়া হয়।
আর বেসরকারি উদ্যোগে দেশের তিনটি উপজেলায় চলছে মিড-ডে মিল কর্মসূচি।
প্রাথমিকের পর মাধ্যমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালু করতে যাচ্ছে সরকার। এছাড়া মাদ্রাসায়ও মিড-ডে মিল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষাঙ্গন আরও সংবাদ

লক্ষ্মীপুরে ইলেভেন কেয়ার একাডেমীতে পুরস্কৃত হলেন শিক্ষার্থী ও অভিভাবকরা

চর জাঙ্গালিয়া এসসি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের জন্য অনুষ্ঠান

লক্ষ্মীপুরের লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষকে সাংবাদিক সমিতির শুভেচ্ছা

রায়পুরে মাইলস্টোন ভোকেশনাল ট্রেনিং ইন্সটিটিউট উদ্বোধন

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: লক্ষ্মীপুরটোয়েন্টিফোর (২০১২-২০২০)
সম্পাদক ও প্রকাশক: সানা উল্লাহ সানু, উপদেষ্টা সম্পাদক: রফিকূল ইসলাম মন্টু
রতন প্লাজা(৩য় তলা), চক বাজার, লক্ষ্মীপুর-৩৭০০ |
ফোন: ০১৭৯৪-৮২২২২২ | ইমেইল: [email protected]