নোয়াখালী: ২০১৫ সাল থেকে নির্দেশিত মাধ্যমিক পরীক্ষায় গণিত ও উচ্চতর গণিতে সৃজনশীল পদ্ধতি বাতিলে দাবিতে বৃহাস্পতিবার দুপুরে জেলা শহর মাইজদীতে গাড়ি ভাঙচুর, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শহরের কয়েকটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। নোয়াখালী জিলা স্কুল, পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয়, আলফারুক একাডেমি, হরিনারায়ণপুর উচ্চ বিদ্যালয় ও বালিকা বিদ্যালয়ের কয়েক শত শিক্ষার্থী শহরে বিক্ষোভ মিছিল করে। পরে তারা জেলা প্রসাশকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেন। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা যাবার পথে জেলা জজ আদালতের সামনে দুটি সিএনজিচালিত অটোরিশা ও প্রধান সড়কে দুটি অটোরিকশা এবং একটি মিনিবাসে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়। এক পর্যায়ে পুলিশ তাদের ধাওয়া করলে পরিস্থিতি শান্ত হয়।
0Share