লক্ষ্মীপুর : শ্যামলী আইডিয়াল ইঞ্জিনিয়ারিং কলেজে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে বুধবার দুপুরে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। দুপুর বারোটার দিকে কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কের ঝুমুর সিনেমা হল এলাকায় সড়ক অবরোধ করে রাখে। ঘন্টাব্যাপী অবরোধের পর তারা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করে। কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন শ্যামলী আইডিয়াল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক নজির আহমদ, অজয় ভৌমিক, শিক্ষার্থীদের মধ্যে আশরাফুল আলম, হোসেন আহমদ প্রমুখ।
শিক্ষকরা জানান, দীর্ঘ দিন থেকে প্রতিষ্ঠানের চেয়ারম্যান এম এ সাত্তার ও তার সহযোগীরা শিক্ষকদের নানাভাবে নাজেহাল করে আসছেন।
0Share