মতিউর রহমান: লক্ষীপুর কালি বাজার যাওয়ার সময় প্রথমে যে সড়কটি পড়ে তার অবস্থা বর্তমানে অত্যন্ত নাজুক। প্রতিদিন অসংখ্য ছাত্র-ছাত্রী এবং এলাকাবাসী এই সড়ক ব্যবহার করে স্কুল,কলেজ ও মাদ্রাসাসহ তাদের বিভিন্ন কাজ-কর্মে যাচ্ছে । সড়কটি দিয়ে প্রচুর সংখ্যক রিকসা, অটো রিকসা, সি.এন.জি চলাচল করছে। কিন্তু সড়কটির মধ্যে অনেক খানাখন্ধ রয়েছে। বর্ষার মৌসুমে এই খানাখন্দগুলো পানিতে পরিপূর্ণ হয়ে গিয়ে পথচারীরা দুর্ঘটনার শিকার হয়। সড়ক দিয়ে চলাচলকারী স্কুল ছাত্র জিসান বলেন বর্ষাকালে এই সড়কে চলাচল করা অনেক কষ্টের। এলাকাবাসীর দাবি বর্ষার আগেই যেন কর্তৃপক্ষ এই সড়কটি সংস্কারের উদ্যোগ নেয়।
0Share