কমলনগর প্রতিনিধি: কমলনগরে উপজেলা সাব-রেজিষ্ট্রার অফিস উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় কমলনগর উপজেলা সদর হাজিরহাট ইউপি কার্যালয় সংলগ্ন এলাকায় অফিস কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলনগর উপজেলা চেয়ারম্যান আবুল বারাকাত দুলাল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল আওয়ালের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সাব-রেজিষ্ট্রার মীর শরীফ উদ্দিন, হাজিরহাট ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ জায়েদ হোসাইন ফারুকী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল বাছেত হেলাল, সাহেবেরহাট ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মাস্টার আবুল খায়ের ও কমলনগর প্রেস ক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান প্রমুখ প্রসঙ্গত, রামগতি উপজেলাকে বিভাজন করে কমলনগর নামে নতুন উপজেলা সৃষ্টি হওয়ায় এখানে সাব-রেজিষ্ট্রার অফিসের কার্যক্রম শুরু হয়।
0Share