সাজ্জাদুর রহমান সাজ্জাদ : লক্ষ্মীপুরের রামগতির মেঘনায় জেলেদের জালে ধরা পড়া একটি ইলিশ পাঁচ হাজার টাকায় বিক্রি হয়েছে। রোববার রাতে উপজেলার জারিরদোনা ঘাটে ওই মাছটি বিক্রি হয়। চরফলকন গ্রামের মাছ ব্যবসায়ী শামছুল আলম ইলিশটি কিনে ঢাকার যাত্রাবাড়ি আড়তে বিক্রির জন্য পাঠায়। জানা যায়, ওই দিন সন্ধ্যায় বালুরচর এলাকার জেলে তাজলহক মেঘনা নদীতে জাল ফেললে প্রায় সোয়া দুই কেজি ওজনের এ মাছটি ধরা পড়ে। রাত ১০টার দিকে ইলিশটি ঘাটে নিলে একাধিক ক্রেতার দরকষাকষিতে ৫ হাজার টাকায় বিক্রি হয়। ওই সময় চড়া দামে বিক্রি হওয়া ইলিশটি দেখতে অনেকেই জড়ো হয়।
স্থানীয় জেলে ও মাছ ব্যবসায়ীরা জানায়, এখন আর বড় ইলিশ দেখা যায় না। গত দু’-তিন বছরের মধ্যে রামগতির মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়া এটিই সবচেয়ে বড় ইলিশ। জোয়ারের পানি বৃদ্ধি ও প্রচুর বৃষ্টিপাতের কারণে সাগর থেকে ইলিশটি মেঘনা নদীতে ছুঁটে এসেছে বলে ধারনা করছেন জেলেরা।
0Share