সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
একুশের কবিতাগুচ্ছ | রক্তাক্ত একুশ

একুশের কবিতাগুচ্ছ | রক্তাক্ত একুশ

একুশের কবিতাগুচ্ছ | রক্তাক্ত একুশ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষার জন্য জীবন উৎসর্গকারী অগনিত অমর শহীদদের প্রতি অবকুন্ঠিত শ্রদ্ধায় নিবেদিত কবিতাগুচ্ছ ‘রক্তাক্ত একুশ’   

আমার আকাশ
রওশন রুবী

আমার একটা আকাশ আছে দিগন্তহীন মাঠ
ষড়ঋতুর একুশ হাসে, হাসে শ্যামল ঘাট
এ আকাশটা অনেক মেঘের ছিল আনাগোনা
কাজল-মাটির নোলক নথে হয় গো জানাশোনা

নিঠুর এলো বিঁধলো বুলেট ঝরে পলাশ শিমুল
গন্ধ লুটায় পড়লো আমার সুগন্ধী সব বকুল

একুশ নিলো সিঁথির সিঁদুর শাঁখা পলার ডাক
রঙ হারালো সোনার বাংলা কৃষ্ণচূড়ার শাখ
মায়ের এলো-চুলের কাঁপন বোনের হাহাকার
রঙ ভেজা রঙ রক্তস্রোতে একুশ বলাকার
তাই যে আমার আকাশ হলো নীল বেদনার ছাপ
দিগন্তহীন সবুজ আমার সূর্য খোলার ঝাঁপ।

 

অদ্ভুত ভালোবাসা
গাজী নিজাম উদ্দিন

তুমিহীন, তোমার ভালোবাসা হীন
ছোঁয়া হীন, তোমার ছায়াহীন
স্মৃতি হীন, তোমার নিঃশ্বাস হীন
এই জীবন আমি চাইনা।

তোমার দেয়া স্মৃতিগুলো
কুরে কুরে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে আমার হৃদয়,
নিঃশেষ করছে আমায়
তোমাকে না পাওয়ার বেদনা।

অবহেলা আর অপমান অসহ্য
মুক্তি পেতে চাই চিরতরে
আমি হীন তুমি মাকাল
আমার ভালোবাসা হীন তুমি মরুভূমি।

ক্ষমা চাইতে আসবে সুযোগ পাবে না
চিৎকার দিবে শোনার মন পাবে না।

 

একুশে
কামরুল হাসান হৃদয়

বসন্তের প্রথমে পাতা ঝরা ফাল্গুনে
মুক্ত কণ্ঠে গাই চলো বাংলার গান
সেদিন রক্তাক্ত হয়েছিলো বুক, মরেছিলো কতজন
রক্তে রঞ্জিত হয়েছিলো রাজপথ
তবুও, থমকে যাইনি,
তবুও বন্ধ করিনি প্রতিবাদ
বলেছিলাম; রাষ্ট্র ভাষা বাংলা চাই।

ওরা সেদিন শহিদ মিনার ভেঙেছিলো
আজ চেয়ে দেখো কত শহিদ মিনার আমাদের
ভাষাটাও স্বাধীন, মুক্তকণ্ঠে গাইছি গান
কোনো বাধানিষেধ নেই!

বলছি দেশের কথা, দশের কথা
লিখছি ইতিহাস
কৃষ্ণচূড়ায় লাল হয়েছে বৃক্ষ
প্রভাতফেরিতে শ্লোগান তুলে বলি; আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি?

 

অচেনা আমি
আফরিদা তাহসিন হৃদিতা

অভিমানী মনপিঞ্জিরা নিয়ে হাজির হয়েছি কোন এক অচেনা নগরীতে
অচেনা মানুষ, অচেনা আবেগ, সবই বড্ড অচেনা
আসলে চেনা হয়েও অচেনা আমায় উপহাস করছে।
মনের গহীনে যতই তোলপাড় হোক;
কোথাও একটু প্রশান্তি পাচ্ছি, তা চিরস্থায়ী নাই বা হোক
কোন কিছুই আসলে চিরস্থায়ী না।

এই নিরিবিলি শ্রান্ত বিকেল আমায় প্রশ্ন করে
তালহীন এ জীবনে কেন জাগছে হতাশা?
উত্তর শুনে চারপাশ যেন আমায় নিয়ে অট্টহাসিতে মেতে উঠেছে।
এক সময়ের তেজী আমি আজ তেজহীন দাবানলে অদ্ভুত ভাবনায় মত্ত থাকি !
এই অচেনার ভীড়ে আমিও এক অচেনা পথিক।
পুরনো সেই চেনা আমিও আজ অচেনা।
এ আমিটা কেমন !
আমি আজ ভালো থাকার অভিনয়ে হারিয়ে যাচ্ছি ক্রমশ
আক্ষেপ নেই।
এই অচেনা আমি আজ দিব্বি ভালো আছি !

 

একটি দুপুর
অংকুর চন্দ্র দেবনাথ

একুশ তারিখ একটি দুপুর
আমগাছটি সাক্ষী হয়ে দাড়িয়ে ছিলো, সেদিন নিরব !
অবাধ্য সব তরুণ-যুবা আগুনে ঘোড়ায় চাবুক চালায়
বুক চিতিয়ে বৃষ্টি ধরে শেওলাপরা ইটের পাঁজড়
বর্ণমালার চোখ ভিজে যায় আবীররাঙা স্রোতধারায়
তবুও মায়ের মন মানেনা, আদুল ছেলে ফিরবে ঘরে ;

ফিরবে ঘরে রাত পোহালেই
রাত যে এখন অনন্তকাল আঁধার থাকে, মা জানে না !

 

 

 

সাহিত্য | সংস্কৃতি আরও সংবাদ

ঢাকাস্থ লক্ষ্মীপুর ইলেকট্রিক ইলেকট্রনিক্স এন্ড মেশিনারীজ ব্যবসায়ী সোসাইটির বনভোজন

রায়পুর সোসাইটি ইউ কে” এর উদ্যোগে “পিঠা উৎসব ও বর্ষবরণ অনুষ্ঠান

মঞ্চের শতাধিক শিল্পী নিয়ে আলাউদ্দিন সাজু’র নাটক “অন্যরকম খুশি” 

রামগতিতে নীল পোষাকে পাটোয়ারী বংশের ঈদ পুনর্মিলনীতে বংশ রক্ষার প্রত্যয়

বিজয়ের কবিতাগুচ্ছ ‘আমাদের নতুন ভোর’

লক্ষ্মীপুরে ১৩ শিল্পী পেলেন সম্মাননা

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com