সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
ঈদে লক্ষ্মীপুরের কৃতি নাট্যকার আহসান আলমগীরের ২ ধারাবাহিক ও ৮ নাটক

ঈদে লক্ষ্মীপুরের কৃতি নাট্যকার আহসান আলমগীরের ২ ধারাবাহিক ও ৮ নাটক

ঈদে লক্ষ্মীপুরের কৃতি নাট্যকার আহসান আলমগীরের ২ ধারাবাহিক ও ৮ নাটক

এবারের ঈদে লক্ষ্মীপুরে জন্ম গ্রহনকারী দেশ বরেণ্য কৃতি নাট্যকার আহসান আলমগীর রচিত ২টি ধারাবাহিক ও ৮টি একক নাটক পরিবেশিত হবে বিভিন্ন চ্যানেলে।

বৈচিত্রময় জীবন ঘনিষ্ট, রোমান্টিক এবং সামাজিক সচেতনতা মূলক বিভিন্ন বিষয় উঠে এসেছে এইসব নাটকের গল্পে। পরিচালক রবিউল শিকদার নির্মান করেছেন তিনটি নাটক।

দিপ্ত টিভির জন্য “মরনের পরে” মাছরাঙ্গা টিভির জন্য “বোবা পাত্রী চাই” এবং ইউটিইব চ্যানেলের জন্য “আফ্রিকান জামাই” মরনের পরে নাটকটি একেবারে ভিন্ন ধরনের একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে। জমজ হওয়ায় দেবর মনে করে পিটিয়ে মেরে ফেলে স্বামীকে। জমজ চরিত্রে অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, দুই স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন চুমকি ও মৌ। “বোবা পাত্রী চাই” নাটকে অভিনয় করেঠেন আখম হাসান ও ভাবনা। দুই ধারাবাহিক পরিচালনা করেছেন আল হাজেন। টিপু আলমের গল্পে বৈশাখী টিভির জন্য নির্মান করেছেন ৭ পর্বের “শিয়াল বাড়ি সিজন-৩” প্রেমের টানে ইতালী থেকে ছুটে আসা প্রেমিকের গল্প নিয়ে নির্মিত হয়েছে এই ধারাবাহিকের তৃতীয় সিজন।

এর আগে এই ধারাবাহিকের আরো দুটি সিজন নির্মিত হয়েছে। পুর্বের দুটো সিজন জনপ্রিয় হওয়ায় এবার নির্মিত হলো তৃতীয় সিজন। এই ধারাবাহিকে অভিনয় করেছেন, রাশেদ সীমান্ত, মৌসুমী হামিদ, আমিরুল হক চৌধুরী, আরফান আহমেদ সহ আরো অনেকে। এশিয়ান টিভির জন্য নির্মিত হয়েছে ৭ পর্বের ধারাবাহিক “রাজশাহীর রোমিও ঢাকার জুলি” ফেসবুকের অপব্যবহার তুলে ধরা হয়েছে এই নাটকে। অভিনয় করেছেন আরফান আহমেদ, সালহা খানম নাদিয়া, ডাঃ এজাজ, মৌ, রুমি প্রমুখ।

ঘটনা চক্রে একজন চোরের জীবন বদলে যাওয়ার গল্প নিয়ে ইউটিইব চ্যানেলের জন্য নির্মিত হয়েছে “ফ্যান চোর” এতে অভিনয় করেছেন জাহের আলভী, সালহা খানম নাদিয়া ও ফারুক আহমেদ। বাংলা ভিশনের জন্য জিয়াউদ্দিন আলম নির্মান করেছেন “সেকেন্ড ম্যারেজ” এতে অভিনয় করেছেন নীলয় আলমগীর ও হিমি।

আরটিভির জন্য আলমগীর খন্দকার দুলাল নির্মান করেছেন “প্রেমের কূলখানী” এত অভিনয় করেছেন সুপ্ত ও ফারজানা রিক্তা একটি ড্রাগ এডিক্টেড মেয়ের গল্প নিয়ে নিজস্ব ইউটিইব চ্যানেলের জন্য সংগীত শিল্পি এসডি রুবেল নির্মান করেছেন “এই শহরে আমি একা” শোয়েব চৌধুরীর গল্পে ক্রাউন এন্টারটেইনমেন্ট এর নাটক “অনাড়ম্বর অনুভূতি” ও অসীম রায় নির্মান করেছেন “জাতীয় দুলাভাই”

নাট্যকার আহসান আলমগীর বলেন,

আমি সব সময় চেষ্টা করি গতানুগতিকতার বাইরে ভিন্ন ধারার গল্প লিখতে, কিন্তু এই ধরনের গল্প নির্মান করতে এরেঞ্জ বেশি থাকায় বাজেট বেশি লাগে, এবং এই ভিন্ন ধারার গল্প গুলোতে অভিনয় করতে হলে অভিনয় জানা অভিজ্ঞ শিল্পি দরকার। চকলেট হিরোদের অভিনয় দিয়ে এই সব গল্প নির্মান সম্ভব নয়। আজকাল ভালো গল্প নির্ভর নাটকে ভিউ কম হয় বলে অনেক নির্মাতাগন সাময়িক বিনোদন ধর্মী গল্প নিয়ে নাটক নির্মান করতে বেশি স্বাচ্ছন্দবোধ করেন। এত চাপের মাঝেও এবারের ঈদে আমি মরনের পরে, ফ্যান চোর, শিয়ালবাড়ি-৩ ও রাজশাহীর রোমিও ঢাকার জুলি’র মত নাটকের গল্পগুলো লিখে তুপ্তি অনুভব করেছি।

আহসান আলমগীরের জম্ম লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী গ্রামে। তিনি সুযোগ পেলেই তার নাটকে লক্ষ্মীপুর ও নোয়াখালী অঞ্চলের সংস্কৃতি তুলে ধরেন।

 

সাহিত্য | সংস্কৃতি আরও সংবাদ

ঢাকাস্থ লক্ষ্মীপুর ইলেকট্রিক ইলেকট্রনিক্স এন্ড মেশিনারীজ ব্যবসায়ী সোসাইটির বনভোজন

রায়পুর সোসাইটি ইউ কে” এর উদ্যোগে “পিঠা উৎসব ও বর্ষবরণ অনুষ্ঠান

মঞ্চের শতাধিক শিল্পী নিয়ে আলাউদ্দিন সাজু’র নাটক “অন্যরকম খুশি” 

রামগতিতে নীল পোষাকে পাটোয়ারী বংশের ঈদ পুনর্মিলনীতে বংশ রক্ষার প্রত্যয়

বিজয়ের কবিতাগুচ্ছ ‘আমাদের নতুন ভোর’

লক্ষ্মীপুরে ১৩ শিল্পী পেলেন সম্মাননা

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com