ছবিটি বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ি প্রাঙ্গণে ওই জব্দকৃত জাটকা ইলিশগুলো বিতরণের স্থিরচিত্র
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে প্রায় ২ শত কেজি জাটকা ইলিশ জব্দ করেছে নৌ-পুলিশ।
আজ শুক্রবার ভোরে বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ীতে ওই জব্দকৃত ছোট সাইজের জাটকা ইলিশগুলো এনে স্থানীয় এতিমখানা ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়। এরআগে বড়খেরী নৌ-পুলিশ অভিযান চালিয়ে টাংকির ঘাটের পার্শ্ববর্তি এলাকার নদীর তীর থেকে ওই মাছগুলো জব্দ করেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জসিম উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
এ বিষয়ে রামগতির বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) ফেরদৌস আহম্মদ বলেন, নদীর মাছ ধরা হচ্ছে এমন খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে প্রায় ২ শত কেজি জাটকা ইলিশ জব্দ করেছি। তবে, এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জেলেরা পুলিশের উপস্থিতি টের পেয়ে মাছগুলো রেখে পালিয়ে যায়।
উল্লেখ্য: ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত নদীতে জাটকার অভয়াশ্রম। এসময় লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর প্রায় একশ’ কিলোমিটার এলাকায় মাছধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।
20Share