সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে বৃদ্ধ শিক্ষক বাবাকে পিটিয়ে রক্তাক্তকারী পাষন্ড ছেলে আটক

লক্ষ্মীপুরে বৃদ্ধ শিক্ষক বাবাকে পিটিয়ে রক্তাক্তকারী পাষন্ড ছেলে আটক

লক্ষ্মীপুরে বৃদ্ধ শিক্ষক বাবাকে পিটিয়ে রক্তাক্তকারী পাষন্ড ছেলে আটক

নিজের বাবাকে পিটিয়ে রক্তাক্ত করার দায়ে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পাটবাজার দারুস সালাম জামে মসজিদের ইমাম মোঃ বদরোদ্দৌজার (৩২) কে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৭মে) সন্ধ্যায় রামগঞ্জ বাইপাস সড়কের মোহাম্মদিয়া হোটেলের সামনে থেকে ওই ঈমামকে আটক করে রামগঞ্জ থানার চৌকস পুলিশ কর্মকর্তা এসআই মহসিন চৌধুরী।

রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেনের নির্দেশে তাকে আটক করা হয়েছে।

স্থানীয় ভাবে জানা যায়, সম্পত্তি লিখে দিতে রাজি না হওয়ায় আজ ভোর রাতে সেহরী খাওয়ার সময় তার বৃদ্ধ ও অন্ধ বাবা আফতাব উদ্দিন (৯০)কে তাঁর চলার জন্য লাঠি দিয়ে বেড়ক পিটিয়ে রক্তাক্ত করে ছেলে বদরোদ্দৌজা।

এ সময় বৃদ্ধের চিৎকারে পাশের লোকজন এগিয়ে আসলে তাদেরকে ভয়ভীতি ও হুমকী ধমকী দিয়ে তাড়িয়ে দেয়া হয়। আলেম ছেলের হাতে নির্যাতনের স্বীকার বৃদ্ধ ও অন্ধ আফতাব উদ্দিন (৯০) বাড়ি উপজেলার করপাড়া ইউনিয়নের পশ্চিম করপাড়া বড় বাড়ী।

তিনি দীর্ঘ ৪২ বছর কচুয়া ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। তার ৯ জন ছেলে মেয়ে রয়েছে। অন্যান্য ছেলেরা ঢাকা এবং প্রবাসে থাকে। ছেলে বদরোদ্দৌজা (৩২) স্থানীয় পাটবাজার দারুস সালাম জামে মসজিদে ইমামতি করেন।  রামগঞ্জ- সোনাপুর সড়কের কাটবাজারে একটি ভাড়া বাসা থাকে।

ছেলের নির্যাতনের শিকার আফতাব উদ্দিন জানান, ভোর রাতে সেহরী খাওয়ার জন্য উঠলে ছেলে বদরোদ্দৌজা বাড়ীর সম্পত্তি তার নামে লিখে দিতে বলে । আমি তাতে রাজি না হওয়ায় সে ক্ষীপ্ত হয়ে আমার হাতের লাঠি দিয়ে আমাকে প্রচন্ড মারধর করে। এ সময় আমার স্ত্রী অননুয় বিনয় করেও তাকে বিরত করতে পারেনি।। 

রামগঞ্জ সংবাদ আরও সংবাদ

রামগঞ্জের মুক্তিযোদ্ধা আক্তারেরজামান সড়ক কাঁচা থেকে পাকা করার আশায় ৫২ বছর

রামগতিতে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ

লক্ষ্মীপুর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক হলেন ছায়েম

রামগঞ্জে এসপি’র সাথে মতবিনিময়

লক্ষ্মীপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল পথচারীর

বেওয়ারিশ কুকুরের কামড়ে রামগঞ্জে এক বছরে হাজার ছাগলের মৃত্যু, চিন্তিত মুরগি খামারিরা

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com