সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে সংক্রমণ রোধে সিভিল প্রশাসন সেনা ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত

লক্ষ্মীপুরে সংক্রমণ রোধে সিভিল প্রশাসন সেনা ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত

লক্ষ্মীপুরে সংক্রমণ রোধে সিভিল প্রশাসন সেনা ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত

শাকের মোহাম্মদ রাসেল: মহামারি নোভেলা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লক্ষ্মীপুরে সিভিল প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত আছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্রপালের নেতৃত্বে জেলা শহরের বিভিন্ন স্থানে  অভিযান পরিচালিত হয়। এসময় জনসচতেনতায় সেনাবাহিনীর পক্ষ থেকে মাইকিং, স্বাস্থ্য সুরক্ষায় সাবান, হ্যান্ডগ্লাপ্স ও মাস্ক বিতরণ করা হয়। একই সাথে বিভিন্ন স্থানে ছিটানো হয় জীবাণুনাশক স্প্রে।

যৌথ অভিযানে উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান, পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সফিউজ্জামান ভূঁইয়া, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট মোঃ শহিদুল ইসলাম, সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট  মুহতাসিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল প্রমূখ।

সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান বলেন,

করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতায় মাটে-ঘাটে সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করছে। পরস্পর তিন ফুট সামাজিক দুরত্ব বজায় রাখতে নিত্যপণ্য ও ঔষধের দোকানের সামনে লাল বৃত্ত এঁকে দেয়া হচ্ছে, সংক্রমণ সুরক্ষায় হতদরিদ্র ও দিনমজুরদের মাস্ক, সাবানসহ বিভিন্ন উপকরণ দেয়া হচ্ছে। এছাড়া হোম কোয়ারাইন্টাইনে থাকা ব্যক্তিদের কোয়ারাইন্টাইন মানা হচ্ছে কিনা তাও নিয়মিত তদারকি করছে সেনাবাহিনী টিম। সবাইকে নিজ দায়িত্ব সচেতন হওয়ার আহবান জানান এ কর্মকর্তা।

পুলিশ সুপার ড. এ এইচ কামরুজাজামান বলেন,

গ্রাম-গঞ্জে মানুষের সামাজিক দুরত্ব বজায় রাখাসহ জনসচেতনামূলক কাজ করছে পুলিশ। এছাড়া নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের নেতৃত্বে বিভিন্ন স্থানে অভিযান অংশ নেয়ার পাশপাশি প্রতিটি সড়কে ট্রাফিক পুলিশের মাধ্যমে সচেতন করা হচ্ছে। একইসাথে সাধারণ মানুষের মাঝে হ্যান্ড গ্লাপ্স, মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন করা হয়। উপার্জন বন্ধ হয় যাওয়া ব্যক্তি এবং দৈনিক মজুরিকৃত মানুষদের খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বলেন,

করোনা ভাইরাস প্রতিরোধে এবং সামাজিক দুরত্ব নিশ্চিত করতে সিভিল প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ প্রশাসন যৌথভাবে কাজ করছি। সরকারের নির্দেশ মোতাবেক জেলায় নিত্যপণ্য ও ঔষধের দোকান ব্যতিত সকল প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। মানুষকে সচেতন করতে নির্বাহী ম্যজিষ্ট্রেটদের মাধ্যমে জেলা-উপজেলায় অভিযান অব্যাহত রয়েছে। এ পর্যন্ত জেলায় কোন আক্রান্ত হয়নি। বিদেশ ফেরতদের হোম কোয়ারাইন্টাইন নিশ্চিত করা হচ্ছে। কোয়ারাইন্টাইন অম্যানকারীদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমান করা হচ্ছে। হাট-বাজারে জনসচেতনতায় মাইকিং, লিফলেট বিতরণসহ স্বাস্থ্য সুরক্ষায় সকল উপকরণ বিতরণ করা হচ্ছে। সরকারী পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত করোনা প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

যুদ্ধের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবিলায় ব্যবহার করা হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী

শিল্প ও সংস্কৃতির উন্নয়নের জন্য বিনিয়োগ বাড়াতে হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হলেন মোহাম্মদ এ আরাফাত

লক্ষ্মীপুরের ৪টি আসনের ৪৭৭ ভোট কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম

কলকাতায় শুরু হচ্ছে ‘ইন্দো-বাংলা নোয়াখালী উৎসব’

তানভীর আলাদিনকে প্রধান সমন্বয়কারী করে ফেনী থিয়েটারের কমিটি গঠন

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com